শিশু প্রতিবন্ধী হওয়ার কারণ কি কি?

বিশ্বজুড়ে শারীরিক প্রতিবন্ধী শিশুর সংখ্যা প্রায় ২৪ কোটি, বলছে ইউনিসেফের সবচেয়ে ব্যাপক পরিসংখ্যানগত বিশ্লেষণ।

ইউনিসেফের নতুন প্রতিবেদন স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষাসহ সামগ্রিক কল্যাণের বিভিন্ন সূচকে বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ১ জন শারীরিকভাবে অক্ষম শিশু যে বঞ্চনার শিকার হয় তার গভীরতা তুলে ধরেছে।

শিশু জন্মের পূর্বের কারণ:


  • গর্ভবতীর ইনফেকশন: যেমন- রুবেলা ভাইরাসের আক্রমণ।

  • গর্ভবতীর ডায়াবেটিস

  • গর্ভবতীর উচ্চ রক্তচাপ থাকলে।

  • গর্ভবতীর জন্ডিস হলে।

  • গর্ভকালীন সময়ে গর্ভবতীর উপর রেডিয়েশনের প্রভাব পড়লে।

  • বংশগত সমস্যা থাকলে।


শিশু জন্মের সময় কারণ:


  • জন্মের সময় বাচ্চা মাথায় আঘাত পেলে।

  • প্রসব হতে দীর্ঘ সময় লাগলে।

  • অস্বাভাবিক পজিশনে বাচ্চা প্রসব হলে।

  • অধিক কম ওজনের বাচ্চা হলে।


শিশু জন্মের পরবর্তী কারণ: