দুটি চড়ুই পাখির বন্ধুত্বের গল্প।

এক রাজ বাড়ীর বাগানে দুটি চড়ুই পাখি বাস করতো। চড়ুই দুটি ছিল পরস্পরের খুব ভালো বন্ধু। সে গাছে অন্য পাখিরা বাস করত। অন্য পাখিদের সাথে চড়ুই পাখি দুটির খুব ভালো সম্পর্ক ছিল।

চড়ুই পাখি দুটির অন্যতম প্রধান খাবার ছিল রাজ বাড়ীর ছাদে শুকাতে দেওয়া ধান। রাজ বাড়ীর ধান খেয়ে তাদের দিন সুন্দর করে কেটে যাচ্ছিল।

হটাৎ একদিন দুটো চড়ুই পাখির একটি রাজ বাড়ীর জালে আটকা পড়ে। অন্য চড়ুই পাখিটি তার বন্ধুকে হারিয়ে মন মরা হয়ে যায়। মন মরা চড়ুই পাখিটি তার বন্ধুকে বাঁচানোর পথ খুঁজতে থাকে।

চড়ুই পাখিটি লক্ষ্য করে যে রাজার বাড়ির লোকেরা মাঝে মাঝে তার বন্ধুকে খাঁচা থেকে বের করে হাতে ধরে রাখে।

মন মরা চড়ুই পাখিটি অন্য চড়ুই পাখিদের সাথে কথা বলে একটি বুদ্ধি ঠিক বের করে। পরের দিন বুদ্ধি মত অনেক গুলি চড়ুই পাখি রাজ বাড়ি এসে হাজির হয়।

যখনই রাজ বাড়ির লোকেরা তার বন্ধুকে খাঁচা থেকে বের করে তখনই সবগুলি চড়ুই মিলে লোকটির মুখে ঠোকা দিতে যায় লোকটি ভয়ে তার হাতে থাকা চড়ুই পাখিটিকে ছেড়ে দেয়।

মন মরা চড়ুইটি তার বন্ধুকে ফিরে পেয়ে মনের আনন্দে বাসায় যায়।