অত্যাচারী সিংহ ও বানরের গল্প

এক বনে এক অত্যাচারী সিংহ বাস করত। একদিন সিংহটি এক শিকারীর ফাঁদে পড়লো। ফাঁদে পড়ে সিংহটির অবস্থা মৃতপ্রায়। সিংহটির মৃতপ্রায় অবস্থা দেখে একটি বানরের খুব মায়া হয়।

তখন বানরটি এসে সিংহটিকে শিকারীর ফাঁদ থেকে বাঁচায়। শিকারীর ফাঁদ থেকে মুক্ত হয়ে খুশি হওয়ার পরিবর্তে সিংহটি হুঙ্কার দিয়ে ওঠে।

হুঙ্কার দিয়ে সিংহটি বানরকে বলল “হালুম আমি তোকে খাব”.

বানরটি ভয়ে আঁটোসাঁটো হয়ে বলল সিংহ মামা আমাকে খেওনা আমি তোমাকে অনেক খাবারের সন্ধান দিব। অনেক খাবারের কথা শুনে সিংহটি একটু শান্ত হয়ে বলল ঠিক আছে আমাকে অনেক খাবারের কাছে নিয়ে চল।

বানরটি বুদ্ধি করে সিংহটিকে অনেক খাবারের পরিবর্তে আরেকটি বদমেজাজী সিংহের কাছে নিয়ে গেল। অন্য সিংহ কে দেখে সিংহ দুটি যুদ্ধ বাধিয়ে দিলো। এই সুযোগে বানরটি প্রাণ নিয়ে পালিয়ে বাঁচলো।

শিক্ষণীয়:

বুদ্ধির জোরে বিপদ থেকে মুক্ত হওয়া যায়।

 

Video: