রক্তচাপ বলতে কী বোঝায়? রক্তচাপের স্বাভাবিক মান কত?

হৃৎপিন্ডের সংকোচন প্রবণতাই রক্তচাপের (blood pressure) প্রধান কারণ। রক্তচাপ দুই রকমের। উচ্চ বা হাই ব্লাডপ্রেসার এবং নিম্ন বা লো ব্লাডপ্রেসার। উচ্চ রক্তচাপ (systolic সিস্টোলিক) চাপকে এবং নিম্ন রক্তচাপ (diastolic ডাস্টলিক) চাপকে দিয়ে প্রকাশ করা হয়।

১২০/৮০ mmHg বলতে বোঝায় উচ্চ রক্তচাপের ১২০ mmHg এবং নিম্ন রক্তচাপের ৮০ mmHg। রক্তচাপ পরিমাপের একক mmHg

হৃৎস্পন্দনের হার, হৃদ কম্পন, শরীরের তাপমাত্রার মত রক্তচাপ একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। প্রাপ্তবয়স্ক লোকের সাধারণ স্থির রক্তচাপ প্রায় ১২০ mmHg সিস্টোলিক এবং ৮০ মিলিমিটার পারদচাপ ডাস্টলিক। সংক্ষেপে ১২০/৮০ মিমিপারদ। পুরুষদের ১২৭/৭৯ মিমিপারদ, নারীদের ১২২/৭৭ মিমিপারদ।

উচ্চ রক্তচাপ (systolic সিস্টোলিক):

হৃৎপিণ্ডের নিলয় সঙ্কোচিত থাকা অবস্থায় প্রবহমান রক্ত ধমনির প্রাচীরে যে উচ্চমাত্রার চাপ প্রয়ােগ করে তাকে সিস্টোলিক চাপ বলে। প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের এ রক্তচাপ 110-140 mmHg।

নিম্ন রক্তচাপ (diastolic ডাস্টলিক)

হৃৎপিণ্ডের নিলয় প্রসারিত থাকা অবস্থায় প্রবহমান রক্ত ধমনির প্রাচীরে যে নিম্নমাত্রার চাপ প্রয়ােগ করে তাকে ডায়াস্টোলিক চাপ বলে। প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের এ রক্তচাপ 60-90 mmHg।