ঢেঁকি শাকের উপকারিতা।

ঢেঁকি শাক বা পালই শাগ বা ঢেঁকিয়া শাক বা বউ শাক (বৈজ্ঞানিক নাম: Diplazium esculentum) Athyriaceae পরিবারের একটি উদ্ভিদ প্রজাতি।

এটি সবজি জাতীয় ফার্ণ যা আমরা খেয়ে থাকি। এই ফার্ণটি সবচেয়ে বেশি খাওয়া হয়। থাইল্যান্ডে ভীষণ জনপ্রিয় এই শাক। ঢেঁকি শাক থাইল্যান্ডে পাকু নামে পরিচিত। বর্ষার মৌসুমে ঢেঁকিশাক ভালো হয়।

ঢেঁকি শাকের পুষ্টিগুণ

১০০ গ্রাম ঢেঁকি শাকে রয়েছে-

  • ক্যালরি: ৩৪ ক্যালরি
  • শর্করা: ৫.৫৪ গ্রাম
  • পানি: ৯২.২১ গ্রাম
  • ফাইবার: ২.৮ গ্রাম
  • ভিটামিন সি: ২৬.৬ মি.গ্রা.
  • ভিটামিন এ: ৩৬১৭ I.U.

ঢেঁকি শাকের উপকারিতা

নিচে ঢেঁকি শাকের উপকারিতা দেওয়া হলো –

সতর্কতা:

কোন ভাবেই ভালো করে রান্না না করে এই শাক খাওয়া উচিত নয়। এছাড়া না চিনে ঢেঁকি শাকের মত দেখতে যেকোনো ফার্নকেই শাক হিসেবে খাওয়া উচিত না। কারণ এর অনেক প্রজাতি বিষাক্ত।