ব্রেইন ক্যান্সারের লক্ষণ কি কি?

ক্যান্সার নামটা শুনলে একটা আতঙ্ক মনে তৈরি হয়। আর তা যদি হয় ব্রেইন ক্যান্সার তাহলেতো আতঙ্কটা আরো কয়েকগুণ বেড়ে যায়। ব্রেইন ক্যান্সার খুবই জটিল একটা রোগ। যেকোনো বয়সেই এই ক্যান্সার হতে পারে তবে ২০-৪০ বছর বয়স এই ক্যান্সারের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

ব্রেইন ক্যান্সার কি?

করোটি গহ্বর এ অস্বাভাবিক কোষ বিভাজন থেকে ব্রেইন ক্যান্সার হয়। একে ইনট্রাকার্ণিয়াল টিউমারও বলা হয়। মস্তিস্কের বিভিন্ন কোষে ম্যালিগন্যান্ট টিউমার, করোটিড নার্ভ, খুলি, পিটুইটারি গ্ল্যান্ড এবং অন্যান্য মেটাস্টাসিস ব্রেইন টিউমার থেকে এই ক্যান্সার হয়ে থাকে।

ব্রেইন ক্যান্সারের লক্ষণ কি কি?

  • ব্রেইন ক্যান্সারের অন্যতম লক্ষণ হল ঘ্রাণশক্তি হ্রাস পাওয়া, অলীক কোন কিছু কল্পনা করা প্রভৃতি।
  • প্রচণ্ড মাথা ব্যথায় ভোর রাতে ঘুম ভেঙ্গে যাওয়া এবং ঘুম যত গভীর হয় মাথা ব্যথাও ততো বাড়ে।
  • পেটে ব্যথা ছাড়া বমি হতে পারে। মাথা ব্যথা থাকাকালীন সময়েও বমি হতে পারে।
  • আস্তে আস্তে স্মৃতিশক্তি হ্রাস পায়।
  • চোখ অতিরিক্ত কাঁপা বা চোখের পাতা বন্ধ করতে অসুবিধা হওয়া।
  • মূত্রাশয় বা অন্ত্রের নিয়ন্ত্রণ হ্রাস।
  • অন্যেরা কী বলছে তা বুঝতে সমস্যা হওয়া।