বৃষ্টির দিনে ঘরে বসে যেভাবে সময় কাটাবেন।

কষ্টের মেঘগুলো জমেছে আকাশে,
সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরে এই শহরে।
সবুজ ময়লা গুলো দেয় যে নিমিষে সরিয়ে।


বর্ষাকালে বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। বৃষ্টি আমরা সকলেই ভালোবাসি। বৃষ্টির দিনে রিমঝিম শব্দ মনকে করে উত্তাল। এই সময়ে প্রিয়জনের সাথে আড্ডা দিতে নিজের মাঝে একটা রোমাঞ্চকর মনে হয়।

বৃষ্টির দিনে ঘুম হয় ফ্রেশ। বৃষ্টির দিনে চায়ের কাপটা হাতে নিয়ে বৃষ্টি উপভোগ করা এক আনন্দময় সময়।

অর্থাৎ যারা বৃষ্টি ভালোবাসেন এবং বৃষ্টিকে উপভোগ করতে চান আজকে তাদের জন্য এই পোস্টটি।

তাই বৃষ্টির দিনে ঘরে থেকেও কিভাবে দুর্দান্ত সময় কাটতে পারেন সে সম্পর্কে জেনে নেওয়া যাক-

জমিয়ে আড্ডা দিন:

বৃষ্টির দিনে সামাজিক যোগাযোগের মাধ্যম ও যন্ত্রগুলোর ছুটি দিন। পরিবারের সবার সঙ্গে দাবা, লুডু, তাস বা যেকোনো খেলা খেলতে পারেন।

যদি আড্ডার সাথে হালকা নাশতা হিসেবে চিড়া-মুড়ি, পপকর্ন, স্যুপ, পাকোড়া, খিচুড়ি হলে তো কথাই নেই।

রান্না করতে পারেন:

বৃষ্টির দিনে রান্নাঘরে সময় কাটাতে পারেন। মজার মজার রান্না রান্না করুন। বৃষ্টির দিনে খিচুরি ছাড়া তো চলেই না।

খিচুড়ির সাথে বেগুন ভাজা বা ইলিশ মাছ ভাজা তো লাগবেই।

গল্পের আসর বসান:

সবসময় হয়তো ব্যস্ততার কারণে পরিবারের সবার সাথে তেমন গল্প করার সময়টাও থাকে না। তাই অনেক কথা জমে থাকতে পারে, যা বলি বলি করে হয়তো বলা হয়ে ওঠে না।

বৃষ্টির দিনে কোনো তাড়া থাকে না, হাতে থাকে অফুরন্ত সময়। তাই এ সময় সব কথা বা গল্প করতে পারেন।

মুভি থিয়েটার:

বাইরে ঝমঝমে বৃষ্টি পড়ছে। আর ঘরে আধো আলো। ঝমঝমে বৃষ্টি ও আধো আলো মুভি দেখার জন্য পারফেক্ট তাই চালিয়ে দিন মুভি।

পছন্দের মুভিটি নিশ্চয়ই দুজনের ভালো লাগা বাড়িয়ে দেবে।

বই পড়তে পারেন:

এক কাপ গরম কফি আর পছন্দের বই নিয়ে বসে যান। সময় কাটানোর জন্য বই পড়া সবথেকে ভালো উপায়। বৃষ্টি-বাদলের দিনে জমজমাট গোয়েন্দা গল্প বা গা ছমছমে ভূতের গল্প পড়তে পারেন।