চিকেন পক্স বা জল বসন্তের দাগ থেকে মুক্তির প্রাকৃতিক উপায়।

চিকেন পক্স বা জল বসন্ত রোগ অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ। এটি ভাইরাস বাহিত একটি রোগ। ভ্যারিসেলা ভাইরাসের সংক্রমনে এই রোগ হয়ে থাকে।

আক্রান্ত ব্যাক্তির শরীরে ফুসকুড়ি উঠার ৫-৭ দিনের মধ্যে আস্তে আস্তে ফুসকুড়ি শুকিয়ে দাগে পরিণত হয়। কারও কারও ক্ষেত্রে দাগ খুব বেশি আবার কারও কারও ক্ষেত্রে দাগ কম হয়ে থাকে। হাত পায়ের পাশাপাশি সুন্দর মুখ টাকে ও দাগ বানাতে ছাড়েনা এই চিকেন পক্স বা জল বসন্ত রোগ।

প্রাকৃতিক উপায়ে কিভাবে বসন্তের দাগ থেকে মুক্তি পাওয়া যায় আসুন তা জেনে নিন –

ডাবের পানি:

শুধু পক্সের দাগই নয়, স্কিনের যেকোনো দাগ দূর করার জন্য প্রথমে যে জিনিসটির কথা মাথায় আসে, সেটি হলো ডাবের পানি। বসন্ত সেরে যাবার পর পরই প্রতিদিন ডাবের পানিতে কটন বার ভিজিয়ে দাগের উপর লাগাতে হবে। এতে উপকার পাবেন।

তুলসী :

বসন্তের দাগ কমাতে তুলসী পাতা খুবই কার্যকরী। মুখে বসন্তের কালো দাগে তুলসী পাতার রস লাগান আস্তে আস্তে দাগ মিলিয়ে যাবে।

মধু ও ওটস:

মধুর সঙ্গে সামান্য ওটস মিশিয়ে ব্যবহার করতে পারেন। মধু ও ওটস দিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নিয়ে দাগের উপর লাগিয়ে হাত দিয়ে ঘষে নিন। তারপর ঘণ্টাখানেক এটি লাগিয়ে রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

লেবুর রস ও অ্যালোভেরা:

তুলো দিয়ে দাগের উপর লেবুর রস লাগিয়ে নিন। কিছুক্ষণ দাগের উপর তা ঘষতে থাকুন। লেবুর রস মুখের দাগে মিনিট ১৫ লাগিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে নিন।
এছাড়া মধুর সঙ্গে সামান্য অ্যলোভেরার জেল মিশিয়ে দাগের উপর লাগাতে পারেন। প্রত্যেকদিন লেবুর রস ও অ্যালোভেরা ব্যবহারে আশানুরূপ ফল পাবেন।

গাঁদা ফুল:

চিকেন পক্সের কারণে যে দাগ হয়েছে সেটি দূর করার জন্য গাঁদা ফুলের জুড়ি নেই। ২ টেবিল চামচ গাঁদা ফুল এক কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। তারপর সকালে এটি পেস্ট করে নিন, আর দাগের উপর মাখুন। অনাকাঙ্ক্ষিত এই দাগ গুলো থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন।

পেঁপে এবং মধুর পেস্ট:

এই দুটো উপাদানই দাগ নির্মূলে কার্যকরী। পাকা পেঁপে আর মধু দিয়ে পেস্ট বানিয়ে দাগের উপর লাগান দিনে ২ বার করে।

শুধু বাহির থেকে নয় আমরা খাবার খেয়ে ও দাগ দূর করতে পারি। সেক্ষেত্রে ভিটামিন K স্কিনের জন্য উপকারী। কারণ এরা শরীরের ক্ষত এবং দাগ থেকে ত্বক কে রক্ষা করে। তাই প্রতিদিন খাদ্যতালিকায় বাঁধাকপি, টমেটো, পুদিনা পাতা, পালংশাক, শালগম ইত্যাদি রাখুন। আর দেখুন ভেতর থেকেই আপনি সক্ষম হচ্ছেন আপনার শরীরের বাইরে থাকা দাগ দূর করতে।

এছাড়া আমরা তো জানি যে পানি আমাদের শরীরের জন্য উপকারী। প্রতিদিন ২ লিটার পানি পান করুন। শরীরে থাকা টক্সিন দূর তো হবেই সেই সঙ্গে পক্সের দাগও দূর হবে। আশা করি ভালো ফল পাবেন। এছাড়া ডাক্তারের সাথে পরামর্শ করে বিভিন্ন ক্রিম ব্যবহার করতে পারেন।