টাকা জমানোর কৌশল।

টাকা খরচ সে তো আমরা সবাই করি কিন্তু জমাতে পারি কয়জন। বেশির ভাগ লোকেরা যা ইনকাম করে তাই খরচ করে ফেলে। আমাদের সবার প্রতিদিন একটু একটু করে টাকা (taka) সঞ্চয় করা উচিত।

দুঃসময়ে সঞ্চয় হয় মানুষের বড় অবলম্বন।

যা রোজগার করছেন তার সবটাই খরচ হয়ে যায়? আপনি বুঝতেও পারছেন না কীভাবে টাকা খরচ হয়ে যাচ্ছে।

তাই আজ আপনাদের জন্য রইল কিছু কৌশল যার দ্বারা আপনি সহজেই আপনার টাকা জমাতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক, কৌশল গুলো কি কি-

ব্যাংক অ্যাকাউন্ট:

অ্যাকাউন্টে টাকা আছে এজন্য খরচ করতে হবে। কোন কিছু চিন্তা না করেই খরচ করা শুরু করে দিলেন। এমন চিন্তা করবেন না। খরচ করার আগে চিন্তা করুন জরুরী প্রয়োজন মেটানোর পর অ্যাকাউন্টে সর্বশেষ কত টাকা ছিল এবং পরবর্তী মাসে টাকা আরও কীভাবে বাড়ানো যায়। তাই প্রতি মাসে জরুরী প্রয়োজন মিটিয়ে সামান্য হলেও অ্যাকাউন্টে টাকা যোগ করুন।

ক্রেডিট কার্ডে সতর্কতা:

ক্রেডিট কার্ড মানে ধার করে চলা। আসলে ক্রেডিট কার্ড আপনাকে সব সময় ঋণী করে রাখে। তাই অযথা ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না।

ঋণ শোধ করুন:

যদি আপনি কারো কাছে ঋণী থাকেন তাহলে তা শোধ করুন। ঋণ মানুষের ব্যক্তিত্ব নষ্ট করার পাশাপাশি সহজে আপনাকে সাবলম্ভী হতে দেবে না। আপনি যদি ঋণমুক্ত থাকেন তাহলে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন এবং কিছু জমাতেও পারবেন।

অযথা খরচ করবেন না:

আপনার যদি অযথা কোন একটি জিনিসের উপর বেশি খরচ করার চিন্তা ভাবনা থাকে তাহলে তা কমিয়ে দিন। একটি সেভিংস অ্যাকাউন্ট তৈরি করে প্রতিবার কিছু টাকা জমা রাখুন।

সাপ্তাহিক কেনাকাটা একসাথে করুন:

একসাথে যদি সাপ্তাহিক বাজার করেন তাহলে তা আপনার টাকা বাচাতে সাহায্য করবে। যেখানে বিভিন্ন অফার থাকে সেসব দোকান থেকে কেনাকাটা করুন।

বাইরে থেকে লাঞ্চ কেনা বন্ধ করুন:

অধিকাংশ লোক দুপুরের খাবার কিনে খেতে পছন্দ করেন। কিন্তু, আপনি যদি নিজের খাদ্য নিজে তৈরি করে খেতে পারেন তাহলে আপনি অনেক টাকা জমা রাখতে পারবেন। প্রতিদিন ঘরের তৈরি খাবার নেওয়ার চেষ্টা করুন এতে আপনার শরীর ভালো থাকবে ও কিছু টাকাও বাচবে।

বাজেট তৈরি করুন:

টাকা জমানোর একটি ভালো উপায় হলো বাজেট নির্ধারণ করা। কত টাকা জমাতে চান সেটি আগে ঠিক করে অল্প অল্প করে সঞ্চয় শুরু করুন। প্রতি সপ্তাহে কী কী খরচ আছে তা প্ল্যান করে নিন এবং সে অনুযায়ী টাকা খরচ করুন।

ভ্রমন খরচ কমিয়ে ফেলুন:

প্রতি সপ্তাহে বাহিরে ঘুরাফেরা করাতে খরচ বৃদ্ধি পেতে পারে। যাতায়াত খরচ, খাবার, পানীয় ইত্যাদিতে অনেক খরচ হয়ে যায়। তাই, সাপ্তাহিক ছুটির দিনে ঘরে বিশ্রাম নিন। এতে দেখতে পাবেন টাকা জমানো সহজ হবে।

টাকা খরচের হিসাব রাখুন:

প্রত্যেক সপ্তাহের শেষে হিসাব করুন যে প্রতিদিন আপনি কতটুকু খরচ করেছেন। এতে আপনি আপনার সাপ্তাহিক খরচের হিসাবটি জানতে পারবেন। প্রতিদিন বাস এ যাতায়াত করুন। সপ্তাহ শেষে নিজেকে জিজ্ঞেস করুন, এই সপ্তাহে অপ্রয়োজনীয় কি খরচ করেছেন?