মেহেদির রং গাঢ় করার কৌশল।

যেকোনো উৎসবেই মেহেদি পড়া একটা রেওয়াজ হয়ে গেছে। এমনকি বিয়ের সময় একটা অংশ জুড়েই থাকে মেহেদি পরার ও পরানোর আয়োজন। কিন্তু অনেক সময় মেহেদির রং নিয়ে আমরা একটু চিন্তায় থাকি। অনেকেই পায় না তাদের কাঙ্ক্ষিত গাঢ় রঙ।

তাই মেহেদি ব্যবহার করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। জেনে নিন মেহেদির রং গাঢ় করার কৌশল-

  • মেহেদি পরার আগে অবশ্যই হাত সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
  • মেহেদির রং গাঢ় হওয়ার সবচেয়ে আদি পদ্ধতি হল দীর্ঘ সময় পর্যন্ত মেহেদি হাতে রাখা। ৭ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত মেহেদি হাতে রাখুন। মেহেদি যত বেশি সময় হাতে রাখবেন এর রং তত গাঢ় হবে।
  • পুরো হাতে ডিজাইন ভরাট করে দিন। তাহলে মেহেদির রঙটা বেশি ফুটে উঠবে।
  • একটি পাত্রে পানির সঙ্গে কয়েকটি লবঙ্গ ফুটিয়ে নিন। তারপর ওই ফুটন্ত পানির বাষ্প হাতে লাগালেই মেহেদির রং গাঢ় পাবেন।
  • লবঙ্গের ভাপ মেহেদির রং গাঢ় করতে সাহায্য করে। লেবুচিনি পানি দেওয়ার পর লবঙ্গ ভাপ বেশি কার্যকর। একটি তাওয়ার উপর কয়েকটি লবঙ্গ গরম করতে দিন। লবঙ্গের ধোঁয়ার উপর আপনার মেহেদি দেওয়া হাতটি রাখুন। তারপর লেবুচিনি পানি শুকিয়ে গেলে হাত ধুয়ে ফেলুন।
  • মেহেদি উঠানোর পর ভিক্স, টাইগার বাম জাতীয় বাম ব্যবহার করতে পারেন। এটি মেহেদির ভিতরে প্রবেশ করে রং গাঢ় করে থাকে।
  • সাবান পানি দিয়ে কখনই মেহেদি ধোবেন না। এতে মেহেদির রং হালকা হয়ে যায়।
  • মেহেদি হাত থেকে উঠানোর পর হাতে সরিষা তেল ম্যাসাজ করুন। এই তেল হাত গরম করে যা মেহেদির রং গাঢ় ও স্থায়ী করতে সাহায্য করে থাকে।