কিভাবে চুলের জট ছাড়াবেন?

নানা ব্যস্ততায় চুলের যত্ন হয়তো সবসময় নেওয়া সম্ভব হয় না। অনেক সময় তাড়াহুড়োয় চুল আঁচড়ানো হয়। এতে করে ঠিক মতো চুলের জট ছাড়াই না।

আর এই জট (tangles) ছাড়াতে গিয়ে চুল ছিঁড়ে চুলের বারোটা বাজে।

একটু অযত্ন, অবহেলা বা বেখেয়ালেই চুলে জট বাঁধতে পারে। সেক্ষেত্রে একটু ধৈর্য বা হাতে সময় নিয়ে ধীরে ধীরে অল্প করে চুলের জট ছাড়াতে হবে।

সহজেই চুলের জট ছাড়াবেন যেভাবে

চলুন জেনে নিই সহজেই কিভাবে চুলের জট ছাড়ানো যায়-

চুলের আগা নিয়মিত ছাঁটুন:

হ্যাঁ চুলের আগা নিয়মিত ছেঁটে রাখলে চুলে জট কম পরে৷ চুলে জট কম পারার পাশাপাশি চুলের আগা নিয়মিত চাটলে চুলের সৌন্দর্য্যও বৃদ্ধি পাই।

এছাড়া চুলের আগা ফেটে যাওয়ার সমস্যাও দূর হয়।

কন্ডিশনার ব্যবহার করুন:

শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার লাগান। এতে চুল মসৃণ ও নরম থাকবে পাশাপাশি জট লাগাও কমে যাবে।

নিয়ম করে তেল লাগান:

সপ্তাহে অন্তত একবার চুলে তেল লাগান। চুলে নিয়ম করে তেল লাগালে সহজে জট লাগে না। তেল ডিপ কন্ডিশনিং এর কাজ করে।

পাশাপাশি চুলের রুক্ষতা দূর হয়ে চুলহয়ে ওঠে নমনীয় ও মসৃণ। এতে চুলে জটও লাগে না।

চিরুনি নয়, আঙুল ব্যবহার করুন:

চুলে জট বাঁধলে চিরুনি ব্যবহার না করে আঙুল দিয়ে সেই জট ছাড়ানোর চেষ্টা করুন। চিরুনি দিয়ে চুলের জট ছাড়াতে গেলে বেশি চুল উঠে যায়৷

এছাড়া বড় দাঁতের চিরুনি ব্যবহার করতে পারেন।

বড় দাঁতের চিরুনি ব্যবহার করতে পারেন:

বড় দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর অভ্যাস করুন। এতে চুল ছিঁড়ে যাওয়ার আশঙ্কা কম থাকে। কাঠের তৈরি চিরুনি হলে আরও ভালো হয়।

আর মনে রাখবেন, ভেজা চুল কখনই আঁচড়াবেন না।

সিরাম ব্যবহার করুন:

শ্যাম্পু করার পর চুল আঁচড়ানোর আগে হেয়ার সিরাম ব্যবহার করুন। এটি চুলকে করে তোলে নরম ও মসৃণ।

এতে চুলের জট ছাড়াতে খুব ভালো হয়।

চুল খোলা রাখুন:

বাড়িতে যখন থাকবেন, চেষ্টা করুন চুল খুলে রাখার। আর নিয়মিত চুল পরিষ্কার করে আঁচড়ে রাখুন।