থাইরয়েড ক্যান্সার কি? থাইরয়েড ক্যান্সারের কারণ ও লক্ষণ।
থাইরয়েড ক্যান্সার (Thyroid cancer) থাইরয়েডের কোষে হয়। থাইরয়েডের কোষ একটি প্রজাপতি আকৃতির গ্রন্থি যা আপনার গলার গোড়ায় অবস্থিত। থাইরয়েড এর কাজ হলো হরমোন তৈরি করা যা হৃদস্পন্দন, রক্তচাপ, শরীরের তাপমাত্রা এবং ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
আসলে থাইরয়েড ক্যান্সারে প্রথম দিকে কোনো উপসর্গ দেখা নাও দিতে পারে। কিন্তু এটি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ঘাড়ে ব্যথা ও ফুলে যেতে পারে। বিভিন্ন ধরনের থাইরয়েড ক্যান্সার আছে। কিছু খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়। থাইরয়েড ক্যান্সারের বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসার মাধ্যমে নিরাময় করা যায়।
থাইরয়েড ক্যান্সার পুরুষদের তুলনায় মহিলাদের হওয়ার সম্ভাবনা ২ থেকে ৩ গুণ বেশি।
থাইরয়েড ক্যান্সারের কারণ, লক্ষণ ও প্রতিরোধে করণীয় বিষয় গুলো নিচে আলোচনা করা হলো:
থাইরয়েড ক্যান্সারের কারণ:
থাইরয়েড ক্যান্সারের কারণ স্পষ্ট নয়। থাইরয়েড ক্যান্সার হয় যখন থাইরয়েড কোষে জেনেটিক পরিবর্তন (mutations) হয়। মিউটেশন থাইরয়েড কোষগুলিকে দ্রুত বৃদ্ধি করে। জমে থাকা অস্বাভাবিক থাইরয়েড কোষগুলি একটি টিউমার তৈরি করে। অস্বাভাবিক থাইরয়েড কোষগুলি আশপাশের টিস্যুতে আক্রমণ করে এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে।
থাইরয়েড ক্যান্সারের প্রকারভেদ:
থাইরয়েড ক্যান্সার টিউমারে পাওয়া কোষের ধরণ অনুযায়ী শ্রেণীবদ্ধ করা হয়। ক্যান্সার থেকে টিস্যুর একটি নমুনা একটি মাইক্রোস্কোপের নীচে পরীক্ষা করে ধরন নির্ধারণ করা হয়। থাইরয়েড ক্যান্সার কত প্রকার তা নিচে দেওয়া হলো –
- প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার (Papillary thyroid cancer)
- ফলিকুলার থাইরয়েড ক্যান্সার (Follicular thyroid cancer)
- অ্যানাপ্লাস্টিক থাইরয়েড ক্যান্সার (Anaplastic thyroid cancer)
- মেডুলারি থাইরয়েড ক্যান্সার (Medullary thyroid cancer)
- অন্যান্য বিরল প্রকার- থাইরয়েড থেকে শুরু হওয়া বিরল ধরনের ক্যান্সারের মধ্যে রয়েছে থাইরয়েড লিম্ফোমা (lymphoma)।
থাইরয়েডের প্রধান লক্ষণ এবং উপসর্গ:
থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় শুরুতে উপসর্গ প্রকাশ পায় না। থাইরয়েড ক্যান্সারে প্রাথমিক লক্ষণ এবং উপসর্গগুলি হল:
- ঘাড়ের সামনের অংশে মাংসপিণ্ড সৃষ্টি হওয়া।
- খাবার গিলতে সমস্যা বা শ্বাসক্রিয়ায় অসুবিধা হওয়া।
- ভয়েসের পরিবর্তন বা কন্ঠের স্বর পরিবর্তন হওয়া।
- কন্ঠনালীতে বা ঘাড়ের চারপাশে ব্যথা ও কাশি হওয়া।
- মাথার চুল পড়ে যাওয়া।
- ক্ষুধামন্দ্য ও ওজন কমে যাওয়া।
- গরম আবহাওয়া সহ্য না হওয়া।
থাইরয়েড ক্যান্সারের বেশিরভাগ ক্ষেত্রে কি কারণে হয় তা ডাক্তাররা নিশ্চিত নন, তাই এই রোগের গড় ঝুঁকি আছে এমন লোকেদের থাইরয়েড ক্যান্সার প্রতিরোধ করার কোন উপায় নেই।