কারা রক্ত দিতে পারবেন এবং কারা পারবেন না।
রক্ত হলো শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান। রক্ত দেওয়া নিয়ে অনেকের মনে অনেক ভ্রান্ত ধারণা কাজ করে। রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না। বরং শরীরের অনেক উপকার হয়। নিজের শরীরের উপকারের সাথে সাথে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়।
নিয়মিত রক্ত দিলে বিশেষ ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের থেকে কমে যায়। রক্ত দিলে শরীরে নতুন লোহিত কণিকা তৈরির হার বাড়ে। এতে অস্থিমজ্জার রক্ত উৎপাদন সক্রিয় থাকে।
প্রতিটি সুস্থ্য মানুষের উচিৎ রক্ত দেওয়া।
কারা রক্ত দিতে পারবেন?
চলুন জেনে নেওয়া যাক, করা রক্ত দিতে পারবেন :
শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ নিরোগ ব্যক্তি রক্ত দিতে পারবেন।
১৮ বছর থেকে ৬০ বছরের যেকোনো সুস্থদেহের মানুষ রক্ত দান করতে পারবেন।
যাদের ওজন ৫০ কেজি বা তার বেশি (কখনো সর্বনিম্ন ওজন ৪৫ কেজিও ধরা হয়) তাঁরাই রক্ত দিতে পারবে।
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ, রক্তচাপ ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক যাদের আছে শুধু তাঁরাই রক্ত দিতে পারবে।
যাদের রক্তবাহিত জটিল রোগ যেমন-ম্যালেরিয়া, সিফিলিস, গনোরিয়া, হেপাটাইটিস, এইডস, চর্মরোগ, হৃদরোগ, ডায়াবেটিস, টাইফয়েড এবং বাতজ্বর এসব রোগ না আছে, তারা রক্ত দিতে পারবে।
মহিলাদের ক্ষেত্রে ৪ মাস অন্তর-অন্তর এবং পুরুষদের ক্ষেত্রে ৩ মাস অন্তর অন্তর শরীরে কোন সমস্যা না থাকলে রক্তদান করতে পারবে।
আপনাকে অবশ্যই হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, এইডস, ক্যান্সার, যক্ষা, সিজোফ্রেনিয়া এবং ম্যালেরিয়া রোগমুক্ত হতে হবে, তাহলে আপনি রক্ত দিতে পারবেন।
আপনার রক্তে যদি হিমোগ্লোবিনের পরিমাণ, রক্তচাপ ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে তাহলে আপনি রক্ত দিতে পারবেন।
কারা রক্ত দিতে পারবেন না:
চলুন জেনে নেওয়া যাক, করা রক্ত দিতে পারবেন না :
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ (পুরুষের ন্যূনতম ১২ গ্রাম/ ডে.লি. নারীদের ১১ গ্রাম ডে.লি.), রক্তচাপ ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক না থাকলে রক্ত দেওয়া উচিৎ না।
রক্তবাহিত রোগ যেমন, হেপাটাইটিস বি বা সি, জন্ডিস, এইডস, সিফিলিস, গনোরিয়া, ম্যালেরিয়া ইত্যাদি রোগ থাকলে রক্ত দেয়া যাবে না। তাছাড়া টাইফয়েড, ডায়াবেটিস, চর্মরোগ, বাতজ্বর, হৃদরোগ থাকলেও রক্ত দেয়া একদমই উচিৎ নয়।
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ, রক্তচাপ ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকতে হবে।
শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ নিরোগ ব্যক্তি না হলে রক্ত দিতে পারবে না ।
রক্তচাপ ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক না থাকলে রক্ত দেয়া উচিৎ নয়।
নারীদের মধ্যে যাঁরা অন্তঃসত্ত্বা ও যাদের ঋতুস্রাব চলছে তারা রক্ত দিতে পারবে না। এমনকি সন্তান জন্মদানের এক বছরের মধ্যেও রক্ত দিতে পারবে না।
যাদের বিগত ৬ মাসের মধ্যে বড় কোনো দুর্ঘটনা বা অস্ত্রোপচার হয়েছে তারা রক্ত দিতে পারবেন না।
যাদের চর্মরোগ আছে তারা রক্ত দিতে পারবে না।
আপনার দান করা একব্যাগ রক্ত একজন মানুষের জীবন রক্ষা করতে পারে। আপনি যদি নীরোগ ও সুস্থ হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপন ও পরিচিত মানুষদের প্রয়োজনের সময় রক্তদানে এগিয়ে আসুন।