সিলিন্ডারে কতটা গ্যাস বাকি? কিভাবে বুঝতে পারবেন।

একটি গ্যাস সিলিন্ডার কতদিন চলতে পারে তার একটা ধারণা আমাদের প্রত্যেকেরই আছে। পরিবারের সদস্য সংখ্যা কত, কত রান্না হচ্ছে বা কী ভাবে রান্না হচ্ছে, ইত্যাদি অনেক কিছুর উপর নির্ভর করে যে একটা গ্যাস সিলিন্ডার কতদিন চলবে।

কিন্তু গ্যাস সিলিন্ডার নিয়ে আমাদের যতই ধারণা থাকুক না কেন, দুশ্চিন্তা কিন্তু থেকেই যায়। এই বুঝি গ্যাস ফুরিয়ে গেল। কিন্তু সিলিন্ডারে আর কতটা গ্যাস রয়েছে তা বুঝবেন কী করে? একটা পদ্ধতি অবলম্বন করলে সহজেই বোঝা সম্ভব যে, সিলিন্ডারে আর কতটা গ্যাস বাকি রয়েছে।

এবার জেনে নেওয়া যাক, সিলিন্ডারে আর কতটা গ্যাস বাকি রয়েছে তা বুঝে নেওয়ার সহজ উপায় সম্পর্কে-

  • প্রথমে একটা ভিজে কাপড় দিয়ে সিলিন্ডারটিকে খুব ভালো করে মুছে নিতে হবে। খেয়াল রাখবেন, সিলিন্ডারের গায়ে যেন কোনো ধুলোর আস্তরণ জমে না থাকে।
  • সিলিন্ডার ভালো করে মোছা হয়ে গেলে ২-৩ মিনিট পর দেখবেন, সিলিন্ডারের কিছুটা অংশের ভিজে ভাব শুকিয়ে গিয়েছে আর বাকি অংশ তখনো ভিজে রয়েছে।
  • সিলিন্ডারের যে অংশটা শুকোতে বেশি সময় নিচ্ছে, সেই অংশটুকুই গ্যাসে ভরা রয়েছে। আর যে অংশটা তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে, বুঝবেন সিলিন্ডারের সেই অংশটি খালি।

সুতরাং, দুশ্চিন্তা করার আর প্রয়োজন নেই। সিলিন্ডারে কতটা গ্যাস রয়েছে তা নিজেই দেখে নিন। তবে খুবই সাবধানে গ্যাস সিলিন্ডারটি নাড়াচাড়া করবেন।