শরীরে এসিড লাগলে করণীয় কি?

এসিড আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকারক। এই এসিডের কারণে আমাদের মৃত্যুও হতে পারে। শরীরে এসিড লাগলে কোনোপ্রকার বিলম্ব না করেই সাথে সাথে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা করতে হবে এতে করে আক্রান্ত ব্যক্তির আক্রান্ত স্থানের আশেপাশের টিস্যুগুলি কম ক্ষতিগ্রস্থ হবে।

এই অবস্থায় কোনো প্রকার সময়ক্ষেপন না করে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে আক্রান্ত ব্যক্তির জীবন বাঁচানো সম্ভব হবে। তাই আমাদের শরীরে এসিড লাগলে করণীয় বিষয়গুলো জানা খুব প্রয়োজন।

শরীরে এসিড লাগলে করণীয় বিষয়গুলো নিচে আলোচনা করা হলো

এসিড আক্রান্ত কোনো ব্যক্তির প্রাথমিক চিকিৎসা করার আগেই নিশ্চিত হতে হবে যে শরীরের কোথায় কতটুকু দগ্ধ হয়েছে এবং দগ্ধ স্থানে চিকিৎসা প্রদান করা নিরাপদ হবে কিনা।

আক্রান্ত স্থানে হাত দেওয়ার আগে হাতে দস্তানা পরে নিতে হবে যাতে আক্রান্ত ব্যক্তির ত্বকের রাসায়নিক পদার্থটি আপনার ত্বকের সংস্পর্শে না আসে। এসিড দগ্ধ হলে করণীয় সম্পর্কে ধারণা না থাকলে আক্রান্ত স্থানে হাত দেওয়া উচিত নয়।

শরীরে এসিড লাগলে সবচেয়ে কার্যকর হবে দগ্ধ স্থানটিতে প্রচুর পরিমান পানি ঢালা যাতে করে পানির সাথে সাথে রাসায়নিক পদার্থটিও অনেকটা ধুয়ে যায় এবং ত্বক দগ্ধ হওয়া বন্ধ হয়ে যায়। এই অবস্থায় আক্রান্ত জায়গায় কমপক্ষে বিশ মিনিট ধরে পানি ঢালতে হবে যাতে ত্বক থেকে পুরো রাসায়নিক পদার্থটি পানির সাথে ধুয়ে চলে যায়।

দগ্ধ স্থানে পানি ঢালার সময় দগ্ধ স্থানের উপর কোনো কাপড়ে এসিড লেগে থাকলে সেটা ধীরে ধীরে খুলে ফেলতে হবে এবং যতো দ্রুত সম্ভব ডাক্তার দেখাতে হবে। আক্রান্ত ব্যক্তির অবস্থা কেমন তা বুঝতে হবে সে নিঃশ্বাস নিচ্ছে কিনা তা চেক করতে হবে।

আক্রান্ত ব্যক্তির চোখে যদি এসিড প্রবেশ করে তাহলে অন্তত দশ মিনিট ধরে আক্রান্ত ব্যক্তির চোখে ধীর গতিতে ঠাণ্ডা পানি ঢালতে হবে। খেয়াল রাখতে হবে যে চোখের পাতার ভেতরে এবং বাইরে উভয় স্থানেই যাতে পানি পৌঁছায়। এমনটাই প্রাথমিক চিকিৎসা বিশেষজ্ঞরা বলেছেন।

আক্রান্ত ব্যক্তি যেন তার চোখে হাত না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে। তার হাতে লেগে থাকা এসিড তার চোখে লেগে যেতে না পারে। চোখে পানি ঢালার সময়ে অন্য চোখে যাতে সেই পানি না যায় সেদিকে লক্ষ্য রাখুন। পানি ঢালার পর একটি পরিষ্কার নরম কাপড় দিয়ে আক্রান্ত চোখের উপর চেপে ধরে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিতে হবে।