জীবনে টাকার চেয়ে গুরুত্বপূর্ণ কি?

মানুষের জীবনে টাকার প্রয়োজনীয়তা অপরিসীম। জীবনের যে কোন স্তরে টাকার প্রয়োজনীয়তার কথা অস্বীকার করার উপায় নেই। আপনার টাকা আছে মানে আপনার অনেক কিছুতে কন্ট্রোল আছে।

কথায় আছে টাকা হল “দ্বিতীয় গড”। আজকাল মানুষের কাছে টাকাই জীবন। মানুষ টাকার প্রয়োজনীয়তার জালে এমন ভাবে আবদ্ধ যে টাকা ছাড়া আর কিছুই দেখে না। এই টাকা জীবনের অনেক কিছু কিন্তু সব কিছু না। টাকা দিয়ে জীবনের সব সুখ কেনা যায় না। টাকা দিয়ে সুখ কেনা গেলে ধনী মানুষেরা সবাই সুখী হতো।

একবার ভাবুন তো টাকা দিয়ে একজন ধনী মানুষ চাইলেই কি তার স্কুল জীবনে ফেরত যেতে পারে? কখনো না। চলুন টাকার থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জেনে নেই।

স্বাস্থ্য
টাকা দিয়ে আপনি আপনার হারানো সুস্থ্যতা কিনতে পারবেন না। টাকার প্রয়োজনে কম ঘুমিয়ে, খেয়ে না খেয়ে, শরীরের যত্ন না নিয়ে টাকা রোজগার করেছেন। সেই টাকা দিয়ে আপনাকে দেখভালের জন্য মানুষের অভাব হবে না, জীবন রক্ষাকারী অক্সিজেন টাকা দিয়ে কিনতে পারবেন। কিন্তু আপনার সুস্থ্যতা কিনতে পারবেন না। সুতরাং টাকা রোজগারের পাশাপাশি আপনার শরীরের যত্ন নিন।

সময়
জীবনের মুহূর্তগুলো উপভোগ করুন। আমরা সবাই জানি আমাদের জীবন হলো কিছু সময়ের সমষ্টি। আপনার জন্য সময় নির্দিষ্ট। আপনি চাইলেই টাকা দিয়ে এই সময়কে দ্বিগুণ-তিনগুণ করতে পারবেন না। আপনার যে দিনটা চলে যাচ্ছে টাকা দিয়ে সেই দিন আপনি ফেরত পাবেন না। কথাই বলে “সময় টাকার থেকেও দামি”। আসুন সময় কে আমরা কৃপণের মতো ব্যবহার করি।

সম্মান
সম্মান এমন একটা জিনিস যা অর্জন করতে হয়। টাকা দিয়ে সম্মান কেনা যায় না। টাকা দিয়ে সম্মান কেনা গেলে সম্মানী লোকের অভাব থাকতো না। টাকা দিয়ে হয়ত কিছু সংখ্যক মানুষকে দিয়ে স্যার স্যার বলানো সম্ভব। সত্যিকারের সম্মান অর্জন করা সম্ভব না।

মনের সুখ
টাকা দিয়ে মনের সুখ কেনা যায় না। টাকা দিয়ে বিশাল ইমারত তৈরি করা যায়, বিলাসবহুল জীবন যাপন করা যায়। কিন্তু তার মধ্যে মনের সুখ নাও থাকতে পারে। অনেক সময় অপরকে ভালোবাসা, ছোট ত্যাগ স্বীকার করার মানসিকতা, সুমিষ্ট ব্যবহার ইত্যাদির মধ্যে সুখ মেলে। এগুলোর কোনোটি টাকা দিয়ে কেনা সম্ভব নয়।

প্রকৃত ভালোবাসা
সত্যিকারের ভালোবাসা এমন এক শক্তি যার সমকক্ষ কিছু নেই। সত্যিকারের ভালোবাসা সাথে কোন কিছুরই তুলনা চলে না। টাকা দিয়ে সত্যিকারের ভালোবাসা কখনোই কেনা সম্ভব নয়। কিন্তু আজকাল সত্যিকারের ভালোবাসা খুবই দুরূহ। সত্যিকারের ভালোবাসা মধ্যে বিশ্বাস ও পারস্পরিক সম্মান থাকে সারা জীবন।

ব্যবহার
কথায় বলে “ব্যবহারে বংশের পরিচয়”। এমন সম্ভব না যে বাজার থেকে কিছু ভালো ব্যবহার টাকা দিয়ে কিনে নিলাম। ভালো ব্যবহার শিখতে হয়। টাকা দিয়ে সমাজের উঁচু স্তরে যাওয়া সম্ভব কিন্তু টাকা দিয়ে সুমিষ্ট ব্যবহার করা সম্ভব না। খারাপ ব্যবহার করে যেকোনো লক্ষ্য অর্জন করাও বেশ দুরূহ।

সততা
সততা এমন একটি চারিত্রিক বৈশিষ্ট্য যা টাকা দিয়ে কেনা যায় না। কথায় বলে “সততাই সর্বোৎকৃষ্ট পন্থা”। টাকা দিয়ে অথবা ভয়-ভীতি প্রদর্শন করে মানুষকে কাবু করা সম্ভব। কিন্তু যার চরিত্রের মধ্যে সততা আছে, টাকা দিয়ে তাকে কাবু করা সহজ না।

দায়িত্ববোধ
দায়িত্ববোধ ও একটি চারিত্রিক বৈশিষ্ট্য। সবার সমান দায়িত্ববোধ থাকে না। দায়িত্বহীন লোককে অনেক টাকা দিয়ে রাতারাতি দায়িত্ববান করা যায় না।