রূপচর্চায় কফির ফেসপ্যাক।

পানীয় হিসেবে কফি অত্যন্ত সুস্বাদু একটি পানীয়। কফি আমাদের ত্বকের যত্নে অত্যন্ত কার্যকরী একটি উপাদান। সঠিক উপায়ে খাবার কফি আমাদের ত্বকে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল এবং ফর্সা করা সম্ভব।

কফি হল পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্টের উৎস যা ত্বক, মাথার ত্বক এবং চুলের জন্য উপকারী হতে পারে। কফি ব্রণের চিকিৎসা করতে, রক্তের প্রবাহ বাড়াতে এবং পিএইচ মাত্রার ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

আসুন এবার জেনে নেওয়া যাক, রূপচর্চায় কফির তৈরি ফেসপ্যাকের উপকারিতা সম্পর্কে-

কফি, চিনি ও লেবু:

কফি, লেবুর রস ও চিনি পরিমান মতো মিশিয়ে নিন। তবে কফি ও চিনি পুরোপুরি গলতে দেওয়া যাবে না। এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করুন। তারপর ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বকের মৃত কোষ দূর হবে এবং ত্বক হয়ে উঠবে সতেজ।

কফি, হলুদের গুঁড়া ও দই:

ত্বক পরিষ্কার করতে এই প্যাকটি খুব কার্যকরী। পাশাপাশি ত্বকের দাগ দূর করে ত্বক মসৃণ ও উজ্জ্বল করে তোলে। এক্ষেত্রে এক টেবিল চামচ কফি, ১ চামচ হলুদ গুঁড়া ও ১ দই নিয়ে একসাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। তারপর পেস্টটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।

কফি, চিনি ও নারিকেল তেল:

কফির গুঁড়া ত্বকের জন্য উপকারী। ৩ চামচ চিনি, ৩ চামচ কফি ও ৩ চামচ নারিকেল তেল একসাথে মিশিয়ে সারা শরীরে স্ক্রাব করে নিন।

কফি ও মধু:

কফি ও মধুর প্যাক বয়সের ছাপ, বলিরেখা, শুষ্কতা ও দাগছোপ কমাতে সহায়তা করে। ১ চামচ কফি, ১ চামচ মধু একসঙ্গে মিশিয়ে মুখে ব্যবহার করুন। ২০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন।

কফি ও অলিভ অয়েল:

২ চামচ কফি ও ২ চামচ অলিভ অয়েল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে এটি।

কফি, মধু ও ওটমিল:

ত্বকের মরা চামড়া দূর করে কফি ও ওটমিলের ফেসপ্যাক। ১ চামচ ওটমিলের সঙ্গে ১ চামচ কফি মেশান। মিশ্রণটি ত্বকে ২ মিনিট ম্যাসাজ করুন। কিছুক্ষণ রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কফি,ঘি ও দুধ:

২ থেকে ৩ চা চামচ কফির সঙ্গে ৪ চা চামচ দুধ মেশান। এবং এর মধ্যে কয়েক ফোঁটা ঘি দিয়ে ভালো করে পেস্ট তৈরি করুন। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। সামান্য শুকালে পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল হবে।

কফি ও লেবু:

২ থেকে ৩ চামচ কফির সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে কিছুক্ষণ লাগিয়ে ধুয়ে ফেলুন। উজ্জ্বল ও সুন্দর ত্বকের জন্য প্রতিদিন ব্যবহার করুন এই ফেসপ্যাক।