রক্তের গ্রুপ কি? রক্তের গ্রুপ কয়টি? কোন গ্রুপ কাকে রক্ত দিতে পারবে?

রক্ত এক ধরনের যোজক কলা। মানুষের বেঁচে থাকার অন্যতম উপাদান রক্ত। প্রত্যেক মানুষ জন্মগত ভাবে শরীরে রক্ত নিয়ে জন্মায়। কিন্তু প্রতিটি মানুষের শরীরের ধরন এক হয় না।

রক্তের গ্রুপ সলোহিত রক্তকণিকার পৃষ্ঠে বংশগতভাবে প্রাপ্ত অ্যান্টিজেনিক পদার্থের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে।

বিজ্ঞানীরা রক্তের উপাদানগত বৈশিষ্ট্যের ভিত্তিতে রক্তকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। রক্তের এই শ্রেণিবিন্যাসকে রক্তের গ্রুপ বলে।

রক্তের গ্রুপ কয়টি:

মানুষ ভেদে রক্তের গ্রুপের পার্থক্য হয়। সাধারণত রক্তের গ্রুপ আছে চারটি A, B, AB এবং O। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির ওপর ভিত্তি করে রক্তের গ্রুপ নির্ধারণ করা যে থাকে।

রক্তের গ্রুপের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রক্তের Rh ফ্যাক্টর। এই কারণে রক্তের গ্রুপের সাথে পজিটিভ বা নেগেটিভ শব্দটি বলা হয়।

তাই বলা যায় এই ৮ ধরণের রক্তের গ্রুপ আছে
A+, A-, B+, B-, AB+, AB-, O+, O-

কোন গ্রুপ কাকে রক্ত দিতে পারবে:

আমাদের রক্তের গ্রুপ একাক জনের একাক রকম হয়ে থাকে তাই আমরা সবার থেকে রক্ত নিতে বা দিতে পারি না। রক্ত দেওয়া নেওয়ার কিছু নিয়ম রয়েছে।

আসুন দেখে নেওয়া যাক কে কাকে রক্ত দিতে পারে বা কে কার কাছ থেকে  রক্ত নিতে পারে।

রক্তের গ্রুপযাদের দিতে পারবেযাদের থেকে নিতে পারবে
A+A+ AB+A+ A- O+ O-
A-A+ A- AB+ AB-A- O-
AB+AB+সকল গ্রুপ
AB-AB+ AB-A- B- O- AB-
B+B+ AB+B+ B- O+ O-
B-B+ B- AB+ AB-B- O-
O+A+ B+ AB+ O+O+ O-
O-সকল গ্রুপO-