ভ্রু ঘন করার প্রাকৃতিক উপায়।

অনেকে ঘন ভ্রু (eyebrows) পছন্দ করে। ভ্রু মুখের সৌন্দর্যের বৃদ্ধি করে। ভ্রু যত সুন্দর হবে মুখের সৌন্দর্য তত সুন্দর দেখাবে। তাই ভ্রু ঘন করার জন্য অনেকে অনেক চেষ্টা করে।

কসমেটিক পণ্য ভ্রুকে ঘন দেখাতে সাহায্য করে। কিন্তু মেকআপের উপর নির্ভর না করে ঘন ভ্রু বাড়ানোর উপায় আছে কি?

হ্যাঁ, আছে ঘন ভ্রু পেতে চাইলে প্রাকৃতিক উপায়গুলো দেখতে পারেন। বাড়িতে বসেই প্রাকৃতিক উপায়ে ঘন ভ্রু করা যায়। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক, ভ্রু ঘন করার উপায়-

ডিমের সাদা অংশ:

Egg For Hair Growth

ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। ঘন ভ্রু পেতে কুসুম বাদ দিয়ে ডিমের সাদা অংশটি ভ্রুতে লাগিয়ে রেখে দিন ২০ মিনিট।

তারপর ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহার করলেই ভ্রুর ঘনত্ব বাড়বে।

চা গাছের তেল (tea tree oil):

Tea tree oil

নারকেল তেলের মতো, চা গাছের তেল ভ্রু বৃদ্ধিতে উদ্দীপিত করে। প্রতিদিন রাতে ভ্রুতে প্রয়োগ করুন এবং সারা রাত রেখে দিন।

পেঁয়াজের রস:

Onion
পেঁয়াজ ভ্রুর বৃদ্ধিতেও সাহায্য করে। প্রথমে পেঁয়াজ রস ভ্রুতে লাগান। কিছুক্ষণ রেখে লেবুর রসে ভেজানো তুলো দিয়ে মুছে ফেলুন। এতে ভ্রুর ঘনত্ব বাড়বে।

অলিভ অয়েল:

extra virgin olive oil

ভিটামিন “ই” সমৃদ্ধ অলিভ অয়েল ভ্রু ঘন করতে সাহায্য করে। অলিভ অয়েল গরম করে রাতে ঘুমাতে যাওয়ার আগে ভ্রুতে লাগান।

ম্যাসেজ:

Headache Head Massage
ম্যাসেজ ভ্রু ঘন খুবই কার্যকরী। নয়জন পুরুষের ২০১৬ সালের একটি গবেষণায় বলা হয়েছে যে স্ক্যাল্প ম্যাসাজ চুলের ঘনত্ব বাড়াতে পারে।

পেট্রোলিয়াম জেলি:

গোসলের পরে ভেজা ত্বকে ভ্রুর চারপাশে পেট্রোলিয়াম জেলি লাগান। পেট্রোলিয়াম জেলি ময়েশ্চার ধরে রাখবে। দিনে দুই/তিনবার লাগালে ভ্রু ঘন হবে।

অ্যালোভেরা:

ayurveda aloe vera
অ্যালোভেরা জেল ভ্রু ঘন করার পাশাপাশি ভ্রু ময়েশ্চারাইজ করে। ভ্রু ঘন করতে অ্যালোভেরা জেল ভ্রুর চারপাশে লাগান।

৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এছাড়া অ্যালোভেরা জেলের সাথে মধু অথবা নারকেল তেল মিশিয়ে নিতে পারেন।

ক্যাস্টর অয়েল:

চুল বৃদ্ধিতে ক্যাস্টর অয়েল যেমন কার্যকর তেমনি নতুন ভ্রু গজাতেও এটি কার্যকরী। এটি অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা -6 এবং ওমেগা -9 ফ্যাটি অ্যাসিড এবং সেইসাথে ভিটামিন ই রয়েছে – যা চুলের বৃদ্ধিকে বাড়িয়ে তোলে।

নারকেল তেল:

Coconut oil
নারকেল তেল চুল এবং ত্বকের জন্য উপকারী। অল্প পরিমাণ তেল গরম করুন এবং ভ্রুতে ম্যাসাজ করুন। সারারাত তেল লাগিয়ে রেখে সকালে ধুয়ে ফেলতে পারেন।