পুরোনো আয়না নতুনের মতো ঝকঝকে রাখার উপায়।

আয়নায় সবচেয়ে বেশি ময়লা হয়ে থাকে। আয়না যতই মোছা হোক না কেন, দাগ পড়বেই।

আপনি হয়তো সবচেয়ে দামি লিকুইড দিয়ে নিয়মিত আয়না পরিষ্কার করছেন। কিন্তু কোনো লাভই হচ্ছে না। সেই দাগ রয়েই যাচ্ছে। আর ঝকঝকে ভাব তো নেই বললেই চলে।

তাই এই সমস্যা দূর করতে এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যা অবলম্বন করে আপনি খুব সহজেই আয়নার দাগ পরিষ্কার করতে পারবেন।

চলুন তাহলে জেনে নেওয়া যাক, সেগুলো কি কি-

ভিনেগার:
আয়না বা যেকোন গ্লাস পরিষ্কার করতে ভিনেগার খুব কার্যকরী। একটি বোতলে এক কাপ ভিনেগারের সঙ্গে এক কাপ পানি ভালো করে মিশিয়ে আয়নার ওপর স্প্রে করুন।

কিছুক্ষণ পর ভেজানো তোয়ালে দিয়ে আয়না মুছে ফেলুন। এতে আয়না নতুনের মতো দেখাবে এবং দাগ দূর হবে।

খবরের কাগজ:
খবরের কাগজ দিয়েও আয়না সহজে পরিষ্কার করা যায়। প্রথমে খবরের কাগজ পানিতে ভিজিয়ে আয়না ঘষে তারপর একটি নরম কাপড় দিয়ে মুছে ফেলুন।

শেভিং ক্রিম:
বাথরুমের আয়নায় পানি পড়ে পড়ে দাগ পড়ে যায়। এই আয়নায় শেভিং ফোম বা ক্রিম মেখে কিছুক্ষণ পর কাপড় দিয়ে মুছে ফেলুন।

তবে মনে রাখবেন, বেশিক্ষণ আয়নার ওপর শেভিং ক্রিম মেখে রাখবেন না। এতে উল্টো দাগ পড়ে যেতে পারে।

বেকিং সোডা:
এক চামচ বেকিং সোডা একটি কাপড়ে নিয়ে আয়নায় ভালো করে ঘষে নিন। তারপর একটি তোয়ালে পানিতে ভিজিয়ে আয়নাটা মুছে ফেলুন। দেখবেন আয়নার দাগ এক নিমেষেই চলে গেছে।

লেবু:
পরিষ্কার করতে লেবুর জুড়ি মেলা ভার। একটি পাত্রে তিন ভাগ লেবুর রস ও এক ভাগ পানি মিশিয়ে তারপর আয়নায় ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ পর কাপড় দিয়ে মুছে ফেলুন।