দুটি পাখির ভালোবাসার গল্প।

সে অনেক কাল আগের কথা। সে সময় একটা মেয়ে পাখি একটা ছেলে পাখিকে খুব ভালোবাসত। তারা একসাথে ঊড়ে বেড়াত, গান গাইত, নীল আকাশে পাড়ি দিত। কিন্তু হঠাৎ করে একদিন মেয়ে পাখিটি পায়ে খুব ব্যাথা পেয়ে একটি পা হারালো।

তখন মেয়ে পাখিটি কাঁদতে কাঁদতে ছেলে পাখিটিকে বলল, “তুমি আমাকে ছেড়ে চলে যাবে নাতো?”

ছেলে পাখিটি একথা শুনে তার নিজের দুটি ডানা কেটে ফেলে দিয়ে বললো, “এই বারতো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না।”

এরপর একদিন খুব জড়-তুফান শুরু হলো। চারদিক অন্ধকার হয়ে উঠলো তখন মেয়ে পাখিটি ভয়ে চপফট করতে লাগলো। আর এই দেখে ডানা কাঁটা ছেলে পাখিটি পা কাঁটা মেয়ে পাখিটিকে বললো তুমি নিরাপদ স্থানে চলে যাও আমার কথা চিন্তা করোনা।

তখন পা কাঁটা মেয়ে পাখিটি উড়ে চলে গেল নিরাপদ জায়গায়। তারপর জড়-তুফান থামার পর পা কাঁটা পাখিটি এসে দেখলো ডানা কাঁটা পাখিটি মরে পড়ে আছে। আর তার পাশে মাটিতে লেখা ছিল….

“তুমি যদি একবার বলতে আমাকে ছেড়ে যাবেনা।

তাহলে আমি জড়-তুফানকে হারিয়ে বেঁচে থাকতাম শুধু তোমার জন্য।”