স্ট্রোক কী ও কতটা ভয়াবহ? স্ট্রোক হার্ট বা হৃদপিন্ডে ঘটে না মস্তিষ্কে ঘটে?

সুনীল কাকা অনেকদিন ধরে উচ্চরক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন। রাতের বেলা হটাৎ তার মুখ বেঁকে যায়। মুখ দিয়ে লালা ঝরতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তার ডান হাত ও পা অবশ হয়ে যায়।

ওরে আমার কি সর্বনাশ হলো রে। ওরে আমার কি সর্বনাশ হলো রে। এখন আমরা কিভাবে বাঁচবো। পরিবারের একমাত্র উপার্জনক্ষম পুরুষ মানুষটির স্ট্রোক হওয়াতে স্ত্রী এভাবে বিলাপ করতে করতে কাঁদছিলেন। ভালো মানুষটা রাতে ঘুমালেন, সকালে উঠে দেখি এক পাশের হাত-পা নাড়াতে পারছেন না।

স্ট্রোকে আক্রান্ত রোগী সম্পর্কে তাদের পরিচিতজনের বর্ণনা সাধারণত এরকমই হয়ে থাকে। আসলে স্ট্রোক খুবই ভয়াবহ একটি রোগ।

প্রতি বছর, বিশ্বব্যাপী ১৫ মিলিয়ন মানুষ স্ট্রোকের শিকার হয়। এর মধ্যে ৫ মিলিয়ন মারা যায় এবং আরও ৫ মিলিয়ন স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়ে, যা পরিবার ও সমাজের উপর বোঝা চাপিয়ে দেয়। ৪০ বছরের কম বয়সীদের মধ্যে স্ট্রোক কম ঘটে। স্ট্রোকের প্রধান কারণ উচ্চ রক্তচাপ।

কার্ডিওভাসকুলার রোগে মারা যাওয়া প্রতি ৬ জনের মৃত্যুর মধ্যে ১ জন স্ট্রোকের কারণে মারা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি ৪০ সেকেন্ডে কারও স্ট্রোক হয়। প্রতি ৪ মিনিটে একজন স্ট্রোক করে মারা যায়। প্রতি বছর, মার্কিন যুক্তরাষ্ট্রে ৭,৯৫,০০০ এরও বেশি মানুষের স্ট্রোক হয়।

স্ট্রোকের ফলে মানুষ হারাচ্ছে কার্যক্ষমতা এবং ব্যয় হচ্ছে প্রচুর অর্থ। শুধুমাত্র ভুল চিকিৎসার কারণে স্ট্রোক আক্রান্ত রোগী হয়ে যাচ্ছে শারীরিক, মানসিক ও কর্মক্ষেত্রে অক্ষম।

স্ট্রোক একটি মেডিক্যাল ইমার্জেন্সি, এবং দ্রুত চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক পদক্ষেপ মস্তিষ্কের ক্ষতি এবং অন্যান্য জটিলতা কমাতে পারে।

স্ট্রোক কী?

স্ট্রোক হয় যখন আপনার মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হয় বা হ্রাস পায়। কারণ রক্ত মস্তিষ্কের টিস্যুকে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে। অক্সিজেন ও পুষ্টির অভাবে মস্তিষ্কের কোষগুলি কয়েক মিনিটের মধ্যে মারা যেতে শুরু করে।

কোনো কারণে মস্তিস্কের নিজস্ব রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার ফলে স্নায়ুকোষ নষ্ট হয়ে যাওয়াকে স্ট্রোক বলে। স্ট্রোককে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ‘সেরিব্রো ভাসকুলার অ্যাকসিডেন্ট’ বলা হয়। যা বাংলা করলে দাঁড়ায়, মস্তিস্কের রক্তনালী দূর্ঘটনা।

মস্তিস্কের বিভিন্ন অংশ শরীরের বিভিন্ন কাজের জন্য নির্দিষ্ট থাকে। তাই মস্তিষ্কের কোথায়, কতটুকু আক্রান্ত হয়েছে তার উপর নির্ভর করে স্ট্রোকের ভয়াবহতা।

স্ট্রোক হার্ট বা হৃদপিন্ডে ঘটে না মস্তৃষ্কে ঘটে?

স্ট্রোক মস্তিষ্কে ঘটে। স্ট্রোক হার্ট বা হৃদপিণ্ডে ঘটে না।

আমাদের দেশে প্রচলিত একটি ধারণা আছে, হার্ট বা হৃদপিণ্ডে স্ট্রোক হয়। আসলে এটি সম্পূর্ণ ভুল ধারণা। স্ট্রোক একটি মস্তিস্কের রক্তনালীর জটিলতা জনিত রোগ।

ফিজিওথেরাপি কী দরকার?

হ্যা , ফিজিওথেরাপি দরকার।