ওয়ার্ড প্রসেসিং (word processing) কি? কয়েকটি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসরের নাম।

ওয়ার্ড প্রসেসিং (word processing) বলতে কী বোঝায়?


“ওয়ার্ড” শব্দের অর্থ হচ্ছে শব্দ এবং “প্রসেসিং” শব্দের অর্থ হচ্ছে প্রক্রিয়াকরণ। ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ। লিখিত শব্দকে কম্পিউটারের মাধ্যমে প্রসেস করে ডকুমেন্ট বা দলিল তৈরি করার পদ্ধতিকে ওয়ার্ড প্রসেসিং বলে।

word processin

আর যা দিয়ে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করা হয় তাকে ওয়ার্ড প্রসেসর বলে। অর্থাৎ, ওয়ার্ড প্রসেসর হলো শব্দ প্রক্রিয়াকরণের মাধ্যম বা উপকরণ। সুতরাং, বলা যায়, যে যন্ত্র বা উপকরণ এর সাহায্যে কোন লেখাকে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী বিশেষ আঙ্গিকে তৈরি করে মুদ্রন উপযোগী করা হয় তাকে ওয়ার্ড প্রসেসর বলে।

কয়েকটি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসরের নাম:


১. মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word)
২. ওয়ার্ড পারফেক্ট (WordPerfect)
৩. ওয়ার্ড স্টার (WordStar)
৪. ল্যাটেক্স (Latex)
৫. নোটপ্যাড (Note Pad)
৬. ওয়ার্ড প্যাড (WordPad)

মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word):



Microsoft Word

মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। যার সাহায্যে কম্পোজ টাইপ, ড্রয়িং, প্রজেক্ট প্রোফাইল তৈরি করা, ছোটখাট ডিজাইন করা, চিঠিপত্র, দলিল, প্রশ্ন টাইপ করা ছাড়াও প্রিন্ট দেওয়া ও অফিশিয়াল কাজ সহ যাবতীয় কাজ করা যায়। সংক্ষেপে একে MS word বলা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন এই সফটওয়্যার তৈরি করেছে। তাই একে মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word) বা এমএস ওয়ার্ড (MS Word) বলা হয়।

ওয়ার্ড পারফেক্ট (WordPerfect):



Word Perfect

WordPerfect হলো একটি ওয়ার্ড প্রসেসিং সিস্টেম যা মূলত স্যাটেলাইট সফটওয়্যার ইন্টারন্যাশনাল ইনকর্পোরেটেড দ্বারা উৎপাদিত হয়েছিল কিন্তু এখন কোরেলের মালিকানাধীন। এটি বিপুল সংখ্যক কম্পিউটার এবং অপারেটিং সিস্টেমে এর প্রাপ্যতার জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিল।

এই প্রোগ্রামটি ১৯৮০-এর দশকের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত জনপ্রিয়তার উচ্চতায় পৌঁছেছিল। ১৯৯৬ সালে Corel দ্বারা অধিগ্রহণের পর থেকে, WordPerfect Corel WordPerfect নামে পরিচিত।

ওয়ার্ড স্টার (WordStar):



WordStar

WordStar মাইক্রোকম্পিউটারের জন্য একটি ওয়ার্ড প্রসেসর অ্যাপ্লিকেশন। এটি ১৯৮০-এর দশকের শুরুর দিকে এবং মাঝামাঝি সময়ে বাজারে আধিপত্য বিস্তার করে। এটি মাইক্রোপ্রো ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশিত হয়েছিল, মূলত CP/M-80 অপারেটিং সিস্টেমের জন্য লেখা এবং পরে MS-DOS ও অন্যান্য 16-বিট PC OS-এর জন্যও লেখা হয়েছে।

Seymour I. Rubinstein ছিলেন কোম্পানির প্রধান মালিক, এবং Rob Barnaby ছিলেন প্রোগ্রামের প্রথম সংস্করণের একমাত্র লেখক। WordStar 4.0 দিয়ে শুরু করে, প্রোগ্রামটি মূলত পিটার মিরাউ দ্বারা লিখিত নতুন কোডের উপর নির্মিত হয়েছিল।

ল্যাটেক্স (Latex):



Latex

Latex যার উচ্চারণ করা হয় «Lah-tech» বা «Lay-tech» («blech» বা «Bertolt Brecht» এর সাথে ছড়া) উচ্চ মানের টাইপসেটিং এর জন্য একটি নথি তৈরির ব্যবস্থা। এটি প্রায়শই মাঝারি থেকে বড় প্রযুক্তিগত বা বৈজ্ঞানিক নথিগুলির জন্য ব্যবহৃত হয় তবে এটি প্রায় যেকোনো ধরনের প্রকাশনার জন্য ব্যবহার করা যেতে পারে।

নোটপ্যাড (NotePad):



Note Pad

Note Pad হচ্ছে উইনডোজ এর একটি বিল্ট ইন টেক্সট এডিটর। এটি দিয়া ব্যাচ প্রোগ্রাম, এইচটিএমএল (HTML), সিএসএস (CSS) সহ বেশ কিছু প্রোগ্রামিং কোড লেখা যায়। কিন্তু কোডগুলো এটি দিয়া রান করানো যায় না। এছাড়াও ডকুমেন্টারি রাইটিং কী নোট করা সহ কিছু লিখে রাখার কাজ করা যায়।

ওয়ার্ড প্যাড (WordPad):



WordPad

Microsoft WordPad হলো খুবই সাধারণ ডকুমেন্ট তৈরি করার প্রোগ্রাম। এর মাধ্যমে আপনি সাধারণ কিছু কাজ করতে পারবেন, উপরের দিকে সম্পূর্ণ মেনু গুলো সাজানো আছে সেগুলো কে ব্যবহার করে আপনাকে কাজ করতে হবে।

এই টুলস গুলোর সাহায্যে লেখার স্টাইল পাল্টানো, লেখা ছোট বড় করা, লেখা রং, পাল্টানো প্রভৃতি কাজ করতে পারবেন।