বাংলা বিভিন্ন শব্দ ও শব্দের অর্থ।

আজ আমরা বাংলা বিভিন্ন শব্দ ও শব্দের অর্থ জানবো। শব্দের অর্থ মানে যেমন কুটুম্ব এই শব্দটির মানে কি সহজ ভাবে আমরা কি বলি ইত্যাদি। চলুন তাহলে এরকম আরও কয়েটি শব্দের মানে জেনে নেই।

প্রশ্নঃ ‘ অভিরাম ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ সুন্দর।
প্রশ্নঃ ‘ নীপ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ কদম।
প্রশ্নঃ ‘ সনাতন ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ চিরন্তন।
প্রশ্নঃ ‘ কুটুম্ব ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ আত্মীয়।
প্রশ্নঃ ‘ সুধাকর ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ চন্দ্র।
প্রশ্নঃ ‘ যুগপৎ ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ একই সময়ে।
প্রশ্নঃ ‘ বিহঙ্গ ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ পাখি।
প্রশ্নঃ ‘ জঙ্গম ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ গতিশীল।
প্রশ্নঃ ‘ সদন ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ নিবাস।
প্রশ্নঃ ‘ অর্বাচীন ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ নির্বোধ।
প্রশ্নঃ ‘ সারমেয় ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ কুকুর।
প্রশ্নঃ ‘ হর্ষ ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ আনন্দ।
প্রশ্নঃ ‘ কাদম্বিনী ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ মেঘমালা।
প্রশ্নঃ ‘ অপলাপ ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ অস্বীকার।
প্রশ্নঃ ‘ বীজন ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ পাখা।
প্রশ্নঃ ‘ অলীক ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ মিথ্যা।
প্রশ্নঃ ‘ অবলা ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ নারী।
প্রশ্নঃ ‘ শোণিত ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ রক্ত।
প্রশ্নঃ ‘ নিনাদ ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ শব্দ।
প্রশ্নঃ ‘ অন্তরায় ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ বাধা।
প্রশ্নঃ ‘ জিগর ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ হৃদয়, মণ, প্রাণ।
প্রশ্নঃ ‘ আঁটশে ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ মাছের আঁশের গন্ধযুক্ত।
প্রশ্নঃ ‘ মীন সন্তান ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ মাছ।
প্রশ্নঃ ‘ ধোঁয়াশা ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ ধোঁয়া ও কুয়াশার মিলিত ফল।
প্রশ্নঃ ‘ ওয়াগণ ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ মালগাড়ি।
প্রশ্নঃ ‘ কল্কি ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ তামাক ভরে তাতে আগুন দেওয়া হয় এমন পাত্র।
প্রশ্নঃ ‘ জনান্তিকে ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ সংগোপনে / জনগণের আড়ালে।
প্রশ্নঃ ‘ পাটাতন ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ নৌকা বা জাহাজের কাঠের মেঝে।
প্রশ্নঃ ‘ আধার ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ আশ্রয়।
প্রশ্নঃ ‘ রসাল ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ আম।
প্রশ্নঃ ‘ নীপবৃক্ষ ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ কদম গাছ।
প্রশ্নঃ ‘ বারিধি ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ সমুদ্র।
প্রশ্নঃ ‘ প্রস্রবণ ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ ধরনা।
প্রশ্নঃ ‘ আততায়ী ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ গুপ্তঘাতক।
প্রশ্নঃ ‘ চরিতার্থ ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ সফল।
প্রশ্নঃ ‘ জণয়িতা ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ জন্মদাতা।
প্রশ্নঃ ‘ আরক্ত ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ লালচে।
প্রশ্নঃ ‘ বর্ষীয়সী ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ অতিশয় বৃদ্ধা।
প্রশ্নঃ ‘ রায়ট ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ দাঙ্গা।
প্রশ্নঃ ‘ এল নিনো ও ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ ক্ষুদে শিশু।
প্রশ্নঃ ‘ কনক ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ স্বর্ণ।
প্রশ্নঃ ‘ দিনমণি ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ সূর্য।
প্রশ্নঃ ‘ কিরীট ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ মুকুট।
প্রশ্নঃ ‘ আবিল ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ কলুষিত।
প্রশ্নঃ ‘ বারীন্দ্র ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ সমুদ্র।
প্রশ্নঃ ‘ নীবার ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ উড়িধান / তৃণধান্য।
প্রশ্নঃ ‘ আতপ ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ সূর্য কিরণ।
প্রশ্নঃ ‘ কেওয়াট ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ কপাট।
প্রশ্নঃ ‘ বিরাগী ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ উদাসীন।
প্রশ্নঃ ‘ প্রাকৃত ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ স্বাভাবিক।
প্রশ্নঃ ‘ প্রথিত ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ বিখ্যাত।
প্রশ্নঃ ‘ শ্মশ্রু ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ গোঁফদাড়ি।
প্রশ্নঃ ‘ শ্বশ্রু ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ শাশুড়ি।
প্রশ্নঃ ‘ শৃঙ্গধর ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ পর্বত।
প্রশ্নঃ ‘ কৌমুদি ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ জ্যোৎস্না।
প্রশ্নঃ ‘ কুমুদ ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ পদ্ম।
প্রশ্নঃ ‘ কুঞ্জর ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ হাতি।
প্রশ্নঃ ‘ শূর ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ বীর।
প্রশ্নঃ ‘ মকর ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ সমুদ্র।
প্রশ্নঃ ‘ নিগর ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ শৃঙ্খল।
প্রশ্নঃ ‘ ভাল ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ কপাল।
প্রশ্নঃ ‘ গন্ডগ্রাম ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ বৃহৎ গ্রাম।
প্রশ্নঃ ‘ কপোল ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ গন্ডদেশ।
প্রশ্নঃ ‘ মার্জার ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ বিড়াল।
প্রশ্নঃ ‘ শম ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ শান্তি।
প্রশ্নঃ ‘ আহব ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ যুদ্ধ।
প্রশ্নঃ ‘ আকাল ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ দুর্ভিক্ষ।
প্রশ্নঃ ‘ ওদন ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ ভাত।
প্রশ্নঃ ‘ হায়দর ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ ব্যাঘ্র / সিংহ।
প্রশ্নঃ ‘ বহিত্র ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ নৌকা।
প্রশ্নঃ ‘ অদ্রি ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ পর্বত।
প্রশ্নঃ ‘ সরণি ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ সড়ক / পথ।
প্রশ্নঃ ‘ শীল ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ চরিত্র।
প্রশ্নঃ ‘ আভরণ ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ অলংকার।
প্রশ্নঃ ‘ বেসাতি ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ কেনাবেচা।
প্রশ্নঃ ‘ সৎকার ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ সমাদর / আপ্যায়ন।
প্রশ্নঃ ‘ উর্ণনাভ ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ মাকড়সা।
প্রশ্নঃ ‘ পল্লব গ্রহীতা ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ ভাসা ভাসা জ্ঞান।
প্রশ্নঃ ‘ অভিধান ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ শব্দার্থ।
প্রশ্নঃ ‘ বীচি ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ শস্যাদির ফল বা আঁটি যা হতে নতুন চারা উৎপন্ন হয়। সংরক্ষিত শস্য যা রেপন করে নতুন ফসল উৎপাদন করা হয়।
প্রশ্নঃ ‘ শম্বর ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ হরিণ।
প্রশ্নঃ ‘ মকমক ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ ব্যাঙের ডাক।
প্রশ্নঃ ‘ কপত ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ উড়োজাহাজ।
প্রশ্নঃ ‘ কপোত ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ কবুতর।
প্রশ্নঃ “মুজিব”শব্দের অর্থ?
উত্তরঃ উত্তরদাতা
প্রশ্নঃ “আওয়ামী” শব্দের অর্থ কী?
উত্তরঃ আমজনতা
প্রশ্নঃ “মৌসুম” শব্দের অর্থ?
উত্তরঃ ঋতু
প্রশ্নঃ “আতাতুর্ক” শব্দের অর্থ?
উত্তরঃ জাতির জনক
প্রশ্নঃ “মোবাইল” শব্দের অর্থ?
উত্তরঃ ভাম্যমান বা স্থানান্তরযোগ্যতা
প্রশ্নঃ “ফালাসিফা” শব্দের অর্থ কী?
উত্তরঃ দার্শনিক
প্রশ্নঃ “ফাজিল” শব্দের অর্থ কী?
উত্তরঃ পণ্ডিত বা বিদ্বান
প্রশ্নঃ “সাইক্লোন” শব্দের অর্থ কী?
উত্তরঃ সাপের কুণ্ডলী/চাকা
প্রশ্নঃ “কৈবর্ত” শব্দের অর্থ?
উত্তরঃ জেলে/ধীবর বা মৎসজীবী
প্রশ্নঃ “কাটরা” শব্দটি দ্বারা বুঝায়?
উত্তরঃ বিশ্রামাগার
প্রশ্নঃ “রেনেসাঁ” শব্দের অর্থ কী?
উত্তরঃ পুনর্জন্ম বা নবজাগরণ
প্রশ্নঃ “গ্লোবাল ভিলেজ” অর্থ?
উত্তরঃ বিশ্বগ্রাম বা বিশ্বায়ন
প্রশ্নঃ “আগা খান” শব্দের অর্থ?
উত্তরঃ সম্মানী শাসক
প্রশ্নঃ “মধুপ” শব্দের অর্থ কী?
উত্তরঃ মধু পান করে যে ভ্রমর
প্রশ্নঃ “সমুদ্র সফেন” মানে কী?
উত্তরঃ ফেনাময় সমুদ্র
প্রশ্নঃ “ককপিট” শব্দের অর্থ?
উত্তরঃ রণক্ষেত্র
প্রশ্নঃ “বেসাতি” শব্দের অর্থ?
উত্তরঃ কেনাবেচা
প্রশ্নঃ ওয়াশিংটনভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা
উত্তরঃ উত্তরদাতা
প্রশ্নঃ “লোহিত ও দামিনী” শব্দের অর্থ?
উত্তরঃ লাল রং ও বিদ্যুৎ
প্রশ্নঃ “সিডর” শব্দের অর্থ?
উত্তরঃ চোখ
প্রশ্নঃ “আইলা” শব্দের অর্থ?
উত্তরঃ ডলফিন
প্রশ্নঃ “রোয়ানু” শব্দের অর্থ?
উত্তরঃ নারকেলের ছোবড়ার আঁশের দড়ি
প্রশ্নঃ “মোরা” শব্দের অর্থ?
উত্তরঃ সাগরের তারা
প্রশ্নঃ “তিতলি” শব্দের অর্থ?
উত্তরঃ প্রজাপতি
প্রশ্নঃ “বাতিঘর” শব্দের অর্থ?
উত্তরঃ জাহাজের নাবিকদের দির্কনিদেশনা দেওয়ার জন্য প্রোজ্বলিত কুণ্ডলি।
প্রশ্নঃ “মান্দি ও চাকমা” শব্দের অর্থ কী?
উত্তরঃ মানুষ
প্রশ্নঃ “SMOG” হচ্ছে?
উত্তরঃ দূষিত বাতাস
প্রশ্নঃ “IUCN” শব্দটি দ্বারা বুঝায়?
উত্তরঃ বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
প্রশ্নঃ “টর্নেডো” শব্দের অর্থ?
উত্তরঃ বজ্রঝড়
প্রশ্নঃ “সুনামি” শব্দের অর্থ?
উত্তরঃ বন্দরের ঢেউ
প্রশ্নঃ “ম্যালেরিয়া” শব্দের অর্থ কী?
উত্তরঃ খারাপ বাতাস
প্রশ্নঃ “ইনসোমনিয়া” একটি?
উত্তরঃ নিদ্রাহীনজনিত রোগ
প্রশ্নঃ “উদীচী” শব্দের অর্থ?
উত্তরঃ উত্তর দিক
প্রশ্নঃ “প্যাপিরাস” শব্দের অর্থ?
উত্তরঃ পেপার বা কাগজ
প্রশ্নঃ “ঈশান” শব্দের অর্থ?
উত্তরঃ উত্তর-পূর্বকোণ
প্রশ্নঃ “ওয়াফা” কী?
উত্তরঃ ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা
প্রশ্নঃ “ফেয়ার ফ্যাক্স” কী?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা
প্রশ্নঃ “সানা” কী?
উত্তরঃ সিরিয়ার সংবাদ সংস্থা
প্রশ্নঃ “আতাতুর্ক” শব্দের অর্থ?
উত্তরঃ জাতির জনক
প্রশ্নঃ “ভিক্টোরিয়া ক্রস” কী?
উত্তরঃ যুক্তরাজ্যের সর্বোচ্চ খেতাপ
প্রশ্নঃ “চর্যাপদ” শব্দের অর্থ?
উত্তরঃ আচরণ
প্রশ্নঃ “ভুসুকু” শব্দ দ্বারা বুঝায়?
উত্তরঃ ভুক্তি সুক্তি কুঠিরে
প্রশ্নঃ “স্ক্যান্ডিনেভিয়া” হচ্ছে?
উত্তরঃ ইউরোপ মহাদেশের উত্তরাঞ্চলের এলাকা
প্রশ্নঃ “পোর্টো গ্র্যান্ডে” হচ্ছে?
উত্তরঃ পর্তুগিজদের দেওয়া চট্টগ্রাম বন্দরের নাম
প্রশ্নঃ “হার্মাদ” হচ্ছে?
উত্তরঃ পর্তুগিজ জলদস্যু
প্রশ্নঃ “উপমান” শব্দের অর্থ?
উত্তরঃ তুলনীয় বস্তু
প্রশ্নঃ “নিপ্পন” শব্দের অর্থ?
উত্তরঃ সূর্যের উৎস
প্রশ্নঃ “ভাইরাস” শব্দের অর্থ কী?
উত্তরঃ বিষ
প্রশ্নঃ “ব্ল্যাক সেপ্টেম্বর” কী?
উত্তরঃ ১৯৭০ সালে প্রতিষ্ঠিত ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন
প্রশ্নঃ “Water Aid” কী?
উত্তরঃ বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করে এমন সংস্থা
প্রশ্নঃ “আরব বসন্ত” কী?
উত্তরঃ আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
প্রশ্নঃ “কালো সোনা বা ব্ল্যাক গোল্ড” কী?
উত্তরঃ তেজস্ক্রিয় বালু
প্রশ্নঃ “সাদা সোনা বা হোয়াইট গোল্ড”কী?
উত্তরঃ চিংড়ি
প্রশ্নঃ “টাইডাল বন” কী?
উত্তরঃ জোয়ার-ভাটার বন
প্রশ্নঃ “ম্যানগ্রোভ” কী?
উত্তরঃ লুনাপানি বা কাঁদার মধ্যে জেগে থাকা খুঁটির মতো শ্বাসগ্রহণকারী শিকড় বিশিষ্ট গাছ।
প্রশ্নঃ “জুমচাষ” কী?
উত্তরঃ স্থান পরিবর্তন করে চাষ
প্রশ্নঃ “ইত্তেফাক” শব্দের অর্থ?
উত্তরঃ সম্প্রীতি
প্রশ্নঃ “দারফুন” কী?
উত্তরঃ সুদানের একটি অঞ্চল
প্রশ্নঃ “ভেটো” শব্দের অর্থ?
উত্তরঃ আমি মানি না
প্রশ্নঃ “At arms leanth” phrase এর অর্থ?
উত্তরঃ নিরাপদ দূরত্ব
প্রশ্নঃ “নেপিয়ার” কী?
উত্তরঃ এক জাতীয় ঘাস
প্রশ্নঃ “সোয়াম্প ফরেস্ট” কী?
উত্তরঃ স্বাদু পানির জলাবন (রাতারগুল)
প্রশ্নঃ “স্টিংগার” কী?
উত্তরঃ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র
প্রশ্নঃ “START-1 ও START-2” কী?
উত্তরঃ কৌশলগত অস্ত্র সীমিতকরণ ও পারমাণবিক ক্ষেপণাস্ত্র হ্রাস করা