কোন দেশ কি জন্য বিখ্যাত?

সবচেয়ে বেশী চাল রপ্তানী করে
উত্তরঃ থাইল্যান্ড।
খনিজ তেলের প্রধান শীর্ষ রপ্তানী কারক
উত্তরঃ সৌদি আরব।
তেল রিজার্ভে শীর্ষ দেশ
উত্তরঃ ভেনিজুয়েলা।
তেল আমদানিতে শীর্ষ দেশ
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
তেল ব্যবহারে শীর্ষ দেশ
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
তেল উৎপাদনে শীর্ষ দেশ
উত্তরঃ রাশিয়া।
পৃথিবীর সর্বোচ্চ চিনি রপ্তানীকারক দেশ
উত্তরঃ কিউবা।
চিনির আধার বলা হয়
উত্তরঃ কিউবা।
পৃথিবীর প্রধান অভ্র রপ্তানীকারক দেশ
উত্তরঃ ভারত।
কার্পেট রপ্তানীতে শীর্ষ দেশ
উত্তরঃ ইরান।
বিশ্বের সবচেয়ে বেশী গম উৎপন্ন হয়
উত্তরঃ চীনে।
বিশ্বের সবচেয়ে বেশী চা উৎপন্ন হয়
উত্তরঃ ভারতে।
বিশ্বের প্রধান তামা উৎপাদনকারী দেশ
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
সবচেয়ে বেশী কফি উৎপন্ন হয়
উত্তরঃ ব্রাজিলে।
পৃথিবীর প্রায় সমুদয় চা উৎপন্ন হয়
উত্তরঃ এশিয়া মহাদেশে।
পৃথিবীর বৃহত্তম হীরক খনি অবস্থিত
উত্তরঃ কিম্বার্লি, দক্ষিণ আফ্রিকা।
পৃথিবীর সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয়
উত্তরঃ ভারতে।
লৌহ উৎপাদনে পৃথিবীর প্রধান দেশ
উত্তরঃ চীন।
সবচেয়ে বেশি সোনা উৎপন্ন হয়
উত্তরঃ চীন।