পর্যায় সারণির ১১৮ টি মৌলের নাম ও কাজ সমূহ।

মৌলের নাম মৌলের কাজ
হাইড্রোজেন (H) রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয়।
হিলিয়াম (He) গ্যাস বেলুনে ব্যবহার হয়।
লিথিয়াম (Li) ব্যাটারি তৈরিতে ব্যবহার হয়।
বেরিলিয়াম (Be) মহাকাশযান তৈরিতে ব্যবহার হয়।
বোরন (B) খেলার সামগ্রী তৈরিতে ব্যবহার হয়।
কার্বন (C) হীরা তৈরিতে ব্যবহার হয়।
নাইট্রোজেন (N) সার তৈরিতে ব্যবহার হয়।
অক্সিজেন (O) নিঃশ্বাসের সময় আমরা ব্যবহার করি।
ফ্লোরিন (F) পেস্ট তৈরিতে ব্যবহার হয়।
নিয়ন (Ne) বিজ্ঞাপনী লাইটে ব্যবহার হয়।
সোডিয়াম (Na) লবণে পাওয়া যায়।
ম্যাগনেশিয়াম (Mg) মশাল তৈরিতে ব্যবহার হয়।
অ্যালুমিনিয়াম (Al) বিমান তৈরিতে ব্যবহার হয়।
সিলিকন (Si) কাঁচের গ্লাস তৈরিতে ব্যবহার হয়।
ফসফরাস (P) ম্যাচ তৈরিতে ব্যবহার হয়।
সালফার (S) কামানের গোলা তৈরিতে ব্যবহার হয়।
ক্লোরিন (C) সুইমিং পুলে ব্যবহার হয়।
আর্গন (Ar) গ্যাস ঝালাই’র কাজে ব্যবহার হয়।
পটাশিয়াম (K) সার তৈরিতে ব্যবহার হয়।
ক্যালসিয়াম (Ca) ওষুধ তৈরিতে ব্যবহার হয়।
স্ক্যানডিয়াম (Sc) সাইকেল তৈরিতে ব্যবহার হয়।
টাইটেনিয়াম (Ti) যুদ্ধ বিমান তৈরিতে ব্যবহার হয়।
ভ্যানাডিয়াম (V) স্প্রিং তৈরিতে ব্যবহার হয়।
ক্রোমিয়াম (Cr) গাড়ি তৈরিতে ব্যবহার হয়।
ম্যাঙ্গানিজ (Mn) শক্তিশালী যন্ত্র তৈরিতে ব্যবহার হয়।
অ্যান্টিমনি (Sb) চোখের কাজল তৈরিতে ব্যবহার হয়।
টেলুরিয়াম (Te) টায়ার তৈরিতে ব্যবহার হয়।
আয়োডিন (I) লবণে ব্যবহার করা হয়।
জেনন (Xe) লাইট হাউজে ব্যবহার হয়।
সিজিয়াম (Cs) পারমাণবিক ঘড়ি তৈরিতে ব্যবহার হয়।
বেরিয়াম (Ba) এক্স রে তৈরিতে ব্যবহার হয়।
ল্যন্হানাম (La) টেলিস্কোপ তৈরিতে ব্যবহার হয়।
সিরিয়াম (Ce) লাইটার তৈরিতে ব্যবহার হয়।
প্রেজিওডিমিয়াম (Pr) তেজস্ক্রিয়তা রোধক চশমা তৈরিতে ব্যবহার হয়।
নিওডিমিয়াম (Nd) ইলেকট্রিক গাড়ি তৈরিতে ব্যবহার হয়।
প্রোমিথিয়াম (Pm) ডায়াল তৈরিতে ব্যবহার হয়।
সামারিয়াম (Sm) প্লেনের ইলেকট্রিক মটরে ব্যবহার হয়।
ইউরোপিয়াম (Eu) রঙিন টেলিভিশন তৈরিতে ব্যবহার হয়।
গ্যাডোলিনিয়াম (Gd) MRI যন্ত্রে ব্যবহার হয়।
টারবিয়াম (Tb) টিউব লাইট তৈরিতে ব্যবহার হয়।
ডিসপ্রোজিয়াম (Dy) উপাদানের সূক্ষ্মতা পরিমাপে ব্যবহার হয়।
হলমিয়াম (Ho) লেজার তৈরিতে ব্যবহার হয়।
এরবিয়াম (Er) অপটিক্যাল ফাইবার তৈরিতে ব্যবহার হয়।
থিউলিয়াম (Tm) চোখের লেজার সার্জারিতে ব্যবহার হয়।
ইতের্বিয়াম (Yb) লেজার ফাইবার তৈরিতে ব্যবহার হয়।
লিউটেশিয়াম (Lu) ফটো ডাইনোমিক মেডিসিনে ব্যবহার হয়।
হাফনিয়াম (Hf) সাবমেরিন তৈরিতে ব্যবহার হয়।
টাংস্টেন (W) বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরিতে ব্যবহার হয়।
রোনিয়াম (Re) রকেট ইঞ্জিনে ব্যবহার হয়।
ওসমিয়াম (Os) কলম তৈরিতে ব্যবহার হয়।
আয়রন (Fe) ব্রিজ তৈরিতে ব্যবহার হয়।
কোবাল্ট (Co) চুম্বক তৈরিতে ব্যবহার হয়।
নিকেল (Ni) কয়েন তৈরিতে ব্যবহার হয়।
কপার (Cu) বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে ব্যবহার হয়।
জিংক (Zn) পিতলের তৈরি জিনিসে ব্যবহার হয়।
গ্যালিয়াম (Ga) কম্পিউটার তৈরিতে ব্যবহার হয়।
জার্মিনিয়াম (Ge) ক্যামেরার লেন্স তৈরিতে ব্যবহার হয়।
আর্সেনিক (As) LED লাইট তৈরিতে ব্যবহার হয়।
সেলেনিয়াম (Se) ফটোকপি মেশিনে ব্যবহার হয়।
ব্রোমিন (Br) ফ্লিম তৈরিতে ব্যবহার হয়।
ক্রিপ্টন (Kr) ফ্লাস লাইট তৈরিতে ব্যবহার হয়।
রুবিডিয়াম (Rb) সৌর বিদ্যুৎ যন্ত্রে ব্যবহার হয়।
স্ট্রনটিয়াম (Sr) আতসবাজি তৈরিতে ব্যবহার হয়।
ইত্রিয়াম (Y) লেজার কাটিং যন্ত্রে ব্যবহার হয়।
জিরকোনিয়াম (Zr) অপারেশনের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার হয়।
নায়োবিয়াম (Nb) দ্রুত গতি সম্পন্ন ম্যাগ লেভ ট্রেন তৈরিতে ব্যবহার হয়।
মলিবডেনাম (Mo) কাটিং টুলস তৈরিতে ব্যবহার হয়।
টেকনিশিয়াম (Tc) সিটি স্ক্যান যন্ত্র তৈরিতে ব্যবহার হয়।
রুথিনিয়াম (Ru) বৈদ্যুতিক সুইচ তৈরিতে ব্যবহার হয়।
রোডিয়াম (Rh) সার্চ লাইট তৈরিতে ব্যবহার হয়।
প্যালাডিয়াম (Pd) ধোঁয়া দূষণ রোধে ব্যবহার হয়।
সিলভার (Ag) অলঙ্কার তৈরিতে ব্যবহার হয়।
ক্যাডমিয়াম (Cd) রঙ তৈরিতে ব্যবহার হয়।
ইন্ডিয়াম (In) LCD মনিটর তৈরিতে ব্যবহার হয়।
টিন (Sn) কৌটা তৈরিতে ব্যবহার হয়।
ইরিডিয়াম (Ir) স্পার্ক প্লাগ তৈরিতে ব্যবহার হয়।
প্লাটিনাম (Pt) গবেষণা কাজের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার হয়।
গোল্ড (Au) অলঙ্কার তৈরিতে ব্যবহার হয়।
মার্কারি (Hg) উচ্চ তাপমাত্রা মাপার থার্মোমিটার তৈরিতে ব্যবহার হয়।
থ্যালিয়াম (Ti) শীতলতা মাপার থার্মোমিটার তৈরিতে ব্যবহার হয়।
লেড (Pb) বন্দুকের গুলি তৈরিতে ব্যবহার হয়।
বিসমাথ (Bi) আগুন নেভানোর যন্ত্রে ব্যবহার হয়।
পেলোনিয়াম (Po) এন্টি-স্ট্যাটিক ব্রাশ তৈরিতে ব্যবহার হয়।
অ্যাসটেটিন (At) তেজস্ক্রিয় ওষুধ তৈরিতে ব্যবহার হয়।
রেডন (Rn) টিউমার, ক্যান্সার নিরাময়ের কাজে ব্যবহার হয়।
ফ্রান্সিয়াম (Fr) পারমাণবিক গবেষণার কাজে ব্যবহার হয়।
রেডিয়াম (Ra) ঘড়ি, যানবাহনের নির্দেশকে ব্যবহার হয়।
অ্যাক্টিনিয়াম (Ac) রেডিও ইমিউনোথেরাপিতে ব্যবহার হয়।
থোরিয়াম (Th) গ্যাস বাতি তৈরিতে ব্যবহার হয়।
প্রোট্যাকটিনিয়াম (Pa) উচ্চ তেজস্ক্রিয়তার কারনে গবেষণা ছাড়া কোনো কাজে ব্যবহার হয় না।
ইউরেনিয়াম (U) পারমাণবিক চুল্লির প্রধান উপাদান।
নেপচুনিয়াম (Np) মহাকাশযানের জেনারেটরে, নিউট্রন নির্দেশক হিসেবে ব্যবহার হয়।
প্লুটোনিয়াম (Pu) পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার হয়।
আমেরিসিয়াম (Am) ধোঁয়া নির্ণয় যন্ত্রে ব্যবহার হয়।
কিউরিয়াম (Cm) খনিজ পদার্থ অনুসন্ধানের কাজে ব্যবহার হয়।
বার্কেলিয়াম (Bk) তেমন কোনো কাজে ব্যবহার হয় না।
ক্যালিফোর্নিয়াম (Cf) খনিজ পদার্থ অনুসন্ধানের কাজে ব্যবহার হয়।
আইনস্টাইনিয়াম (Es)
লরেনসিয়াম (Lr)
এগুলো প্রকৃতিতে পাওয়া যায় না, অতিমাত্রায় বিষাক্ত পদার্থ, শুধুমাত্র আণবিক গবেষণা ছাড়া কোনো কাজে ব্যবহার হয় না।
রাদারফোর্ডিয়াম (Rf)
ওগানেসন (Og)
এগুলো বৈজ্ঞানিক গবেষণার বাইরে কোনো কাজে ব্যবহার হয় না।