পরিমাপের বিভিন্ন একক।

দৈর্ঘ্য পরিমাপের মেট্রিক এককসমূহ :

দৈর্ঘ্য পরিমাপের এককমিটার
১০ মিলিমিটার১ সেন্টিমিটার
১০ সেন্টিমিটার১ ডেসিমিটার
১০ ডেসিমিটার১ মিটার
১০ মিটার১ ডেকামিটার
১০ ডেকামিটার১ হেক্টোমিটার
১০ হেক্টোমিটার১ কিলোমিটার

দৈর্ঘ্য পরিমাপের ব্রিটিশ পদ্ধতির এককসমুহ :

১২ ইঞ্চি১ ফুট
৩ ফুট১ গজ
১৭৬০ গজ১ মাইল

দৈর্ঘ্য পরিমাপের মেট্রিক পদ্ধতি ও ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক :

১ মিটার৩৯.৩৭ ইঞ্চি
১ কিলোমিটার০.৬২ মাইল
১ ইঞ্চি২.৫৪ সেন্টিমিটার
১ গজ০.৯১৪৪ মিটার
১ মাইল১.৬ কিলোমিটার

ভর পরিমাপের মেট্রিক এককসমূহ :

ভর পরিমাপের মূল এককগ্রাম
১০ মিলিগ্রাম১ সেন্টিগ্রাম
১০ সেন্টিগ্রাম১ ডেসিগ্রাম
১০ ডেসিগ্রাম১ গ্রাম
১০ গ্রাম১ ডেকাগ্রাম
১০ ডেকাগ্রাম১ হেক্টোগ্রাম
১০ হেক্টোগ্রাম১ কিলোগ্রাম
১০০ কিলোগ্রাম১ কুইন্টাল
১০০০ কিলোগ্রাম১ মেট্রিকটন
১০ কুইন্টাল১ মেট্রিকটন

তরল পদার্থের আয়তনের পরিমাপের মেট্রিক এককসমূহ :

১০ মিলিলিটার১ সেন্টিলিটার
১০ সেন্টিলিটার১ ডেসিলিটার
১ ডেসিলিটার১ লিটার
১০ লিটার১ ডেকালিটার
১০ ডেকালিটার১ হেক্টোলিটার
১০ হেক্টোলিটার১ কিলোলিটার

ক্ষেত্রফল পরিমাপের মেট্রিক এককসমূহ :

ভূমির পরিমাপের মূল এককবর্গমিটার
১০০ বর্গ মিলিমিটার১ বর্গ সেন্টিমিটার
১০০ বর্গ সেন্টিমিটার১ বর্গ ডেসিমিটার
১০০ বর্গ ডেসিমিটার১ বর্গ মিটার
১০০ বর্গ মিটার১ বর্গ ডেকামিটার (১ এয়র)
১০০ বর্গ ডেকামিটার১ বর্গ হেক্টোমিটার (১ হেক্টর)
১০০ বর্গ হেক্টোমিটার১ বর্গ কিলোমিটার

ক্ষেত্রফল পরিমাপের বিট্রিশ একক সমুহ :

১৪৪ বর্গ ইঞ্চি১ বর্গফুট
৯ বর্গ ফুট১ বর্গফুট
৪৮৪০ বর্গগজ১ একর
১০০ শতক (ডেসিমেল)১ একর

ক্ষেত্রফল পরিমাপের দেশীয় এককসমূহ :

১ বর্গহাত১ গণ্ডা
২০ গণ্ডা১ ছটাক
১৬ ছটাক১ কাঠা
২০ কাঠা১ বিঘা

ক্ষেত্রফল পরিমাপের মেট্রিক ও বিট্রিশ পদ্ধতির সম্পর্ক :

১ বর্গসেন্টিমিটার০.১৬ বর্গ ইঞ্চি১ বর্গ মিটার১০.৭৬ বর্গফুট১ হেক্টর২.৪৭ একর
১ বর্গ ইঞ্চি৬.৪৫ বর্গ সেন্টিমিটার
১ বর্গফুট ৯২৯ বর্গসেন্টিমটার
১ বর্গগজ০.৮৪ বর্গ মিটার
১ বর্গমাইল৬৪০ একর

ক্ষেত্রফল পরিমাপের মেটিক, ব্রিটিশ ও দেশীয় এককের সম্পর্ক :

১ বর্গ হাত৩২৪ বর্গইঞ্চি
৪ বর্গহাত বা ৪ গন্ডা৯ বর্গফুট (০.৮৪ বর্গমিটার)
১ কাঠা৭২০ বর্গফুট (৮০ বর্গগজ), (৬৬.৮৯ বর্গমিটার)
১ বিঘা১৬০০ বর্গগজ (১৩৩৭.৮ বর্গমিটার)
১ একর৩ বিঘা ৮ ছটাক (৪০৪৬.২৪ বর্গমিটার)
১ শতক৪৩৫.৬ বর্গফুট (১০০০ বর্গ কড়ি)
১ বর্গমাইল১৯৩৬ বিঘা

আয়তন পরিমাপের মেট্রিক এককসমূহ :

১০০০ ঘনসেন্টিমিটার১ ঘনডেসিমিটার
১০০০ ঘন ডেসিমিটার১ ঘনমিটার
১০ ঘন মিটার১ ঘন স্টেয়র
১০ ঘন স্টেয়র১ ডেকাস্টেয়র

আয়তন পরিমাপে মেট্রিক ও ব্রিটিশ এককের সম্পর্ক :

১ স্টেয়র৩৫.৩ ঘনফুট
১ ডেকাস্টেয়র১৩.০৮ ঘনগজ