গুরুত্বপূর্ণ সকল সন্ধি বিচ্ছেদ।

হিংসা+উক = হিংসুক
নিন্দা+উক = নিন্দুক
প্রাণ+অধিক = প্রাণাধিক
ক্ষুদা+ঋত = ক্ষুধার্ত
রাজা+ঋষি = রাজর্ষি
সপ্ত+ঋষি= সপ্তর্ষি
প্রশ্ন+উত্তর = প্রশ্নোত্তর
পর+উপকার = পরোপকার
হিম+অলোয় = হিমালয়
হস্ত+অন্তর = হস্তান্তর
দেব+আলয় = দেবালায়
সিংহ+আসন = সিংহাসন
মহা+অর্ঘ = মহার্ঘ
মহা+উৎসব = মহোৎসব
নর+ইন্দ্র = নরেন্দ্র
স্ব+ইচ্ছা = সেচ্ছা
সদা+আনন্দ = সদানন্দ
মহা+আসয় = মহাশয়
অতি+অধিক = অত্যধিক
প্রতি+আবর্তন = প্রত্যাবর্তন
প্রতি+আশা = প্রত্যাশা
পর+যন্ত = পর্যন্ত
অতি+আশ্চর্য = অত্যাশ্চর্য
কারা+আগার = কারাগার
প্রতি+ছবি = প্রতিচ্ছবি
পরি+ছেদ = পরিচ্ছেদ
বি+ছেদ = বিচ্ছেদ
অতি+ইব = অতীব
প্রতি+উপকার = প্রত্যুপকার
তত+অন্ত = তদন্ত
সৎ+আনন্দ = সদানন্দ
সম্+মান = সম্মান
বৃক্ষ+ছায়া = বৃক্ষছায়া
অনু+ছেদ = অনুচ্ছেদ
উৎ+চারণ = উচ্চারণ
আব:+কার = আবিষ্কার
সম্+যোগ = সংযোগ
সম্+গীত = সংগীত
সম্+ঘাত = সংঘাত
উৎ+লেখ = উল্লেখ
উৎ+লিখিত = উল্লিখিত
উৎ+ভব = উদ্ভব
সম্+যোজন = সংযোজন
সম্+শোধন = সংশোধন
সম্+কৃতি = সংস্কৃতি
নি:+পাপ = নিষ্পাপ
বহি:+কৃত = বহিষ্কৃত
দ:+কৃতি = দুষ্কুতি
লো+অন = লবণ
পর+পর = পরস্পর
অতি+অন্ত = অত্যন্ত
পরি+ঈক্ষা = পরীক্ষা
দিক্+অন্ত = দিগন্ত
গো+এষণা = গবেষণা
পরি+অন্ত = পর্যন্ত
রবি+ইন্দ্র = রবীন্দ্র
বিদ্যা+আলয় = বিদ্যালয়
দুঃ+যোগ = দুর্যোগ
পরি+কৃত = পরিষ্কৃত
পুন:+জন্ম = পুনর্জন্ম
অন্ত:+বর্তী = অন্তবর্তী
দুর:+অন্ত = দুরন্ত
পুর:+কার = পুরস্কার
তির:+কার = তিরস্কার
হিংসা+উক = হিংসুক
বন+পতি = বনস্পতি
গৈ+অক = গায়ক
অতি+অন্ত = অত্যন্ত
পরি+অন্ত = পর্যন্ত
শীত+ঋত = শীতার্ত
মিতা+আলি = মিতালি
সম্+বাদ = সংবাদ
রেফারেন্স: