সাধারন বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর।

উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম = ট্যাকটোমিটার।
কাঠ পেন্সিলের শিষ তৈরি হয় = গ্রাফাইট দিয়ে।
আইনস্টাইনের জন্ম তারিখ = ১৪ই মার্চ ১৮৭৯।
সূর্যে শক্তি উৎপন্ন হয় = পরমাণু ফিউশন পদ্ধতিতে।
নিউক্লিয়াসের বিভাজনকে বলে = ফিশন।
পারমাণবিক বোমার আবিষ্কারক = ওপেনহেইমার।
পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে ব্যবহার করা হয় কোন ধাতু = সোডিয়াম।
কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় = ৩ টি।
প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে = জেনেটিক্স।
কমলায় থাকে কোন এসিড = এসকরবিক এসিড।
ডিএনএ অনুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক = ওয়াটসন ও ক্রিক।
জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক = গ্রেগর জোহান মেন্ডেল।
যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে বলে = ডায়নামো।
বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি = টা়স্টেন।
আয়নার পিছনে কোন ধাতু ব্যবহার করা হয় = রূপা।
পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ = আলোর প্রতিসরণ।
হীরক উজ্জ্বল দেখায় কারণ = আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়।
অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে = আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।
ব্ল্যাক বক্স কি = বিমানে রক্ষিত ফ্লাইট ডাটা রেকর্ডার।
জীবজগতের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক রশ্মি = গামা রশ্মি।
টিউমার ক্যান্সার প্রভৃতি রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় = গামা রশ্মি।
বিশ্বের সর্ববৃহৎ সৌর শক্তি কেন্দ্র = যুক্তরাষ্ট্রে।
ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস = আইসোটোপ।
বাংলাদেশের একটি জীবাশ্ম জীবন্ত জ্বালানির নাম = রাজ কাঁকড়া।
পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহার করা হয় = গ্রাফাইট।
রঙ্গিন টেলিভিশন ক্যামেরার তিনটি মৌলিক রং থাকে = লাল ,আসমানী ,সবুজ।
আকাশ নীল দেখায় কারণ = নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে।
বাংলাদেশ বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি হলো = 50 হার্জ।
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলেও = বিদ্যুৎ খরচ একই হয়।