সরকার বলতে কি বুঝায়? সরকারের কয়টি বিভাগ ও কি কি?

সরকার বলতে কি বুঝায়?


সরকার বা শাসনব্যবস্থা (ইংরেজি: Government) হলো কোনো দেশের সর্বোচ্চ সংস্থা ও কর্তৃপক্ষ যার মাধ্যমে দেশটির শাসন কার্য পরিচালিত হয়। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধি যেমন সংসদ সদস্যদের দ্বারা গঠিত হয়।

gov secretary

সরকারের মৌলিক দায়িত্ব জনগণের অভিপ্রায় অনুযায়ী দেশের নিরাপত্তা বিধান করা, সমাজের শান্তি বজায় রাখা, মানুষের জান-মাল রক্ষা করা এবং বিবাদের ক্ষেত্রে বিচারকার্য পরিচালনা করা। সরকার তার ওপর আরোপিত দায়িত্বসমূহ পালনের স্বার্থে রাজস্ব আহরণ করে এবং শাসনকার্য পরিচালনা ও উন্নয়নমূলক কাজের জন্য তা ব্যয় করে থাকে।

সুতারাং, বলা যায় সরকার হলো এমন একটি সংস্থা যার মাধ্যমে রাষ্ট্রের আশাা-আকাক্ষার প্রতিপলন ঘটে।

সরকারের কয়টি বিভাগ ও কি কি?


সরকারের ৩ টি বিভাগ। যথাঃ

১. আইন বিভাগ
২. শাসন বিভাগ
৩. বিচার বিভাগ

আইন বিভাগ:



law

সরকারের যে বিভাগ আইন প্রণয়ন, পুরাতন আইনের সংশোধন ও পরিবর্তন করে তাকে আইন বিভাগ বলে। বিভিন্ন দেশে আইনসভার বিভিন্ন নাম হতে পারে। যেমন- বাংলাদেশে- জাতীয় সংসদ, মার্কিন যুক্তরাষ্ট্রে- কংগ্রেস, ব্রিটেনে- পার্লামেন্ট ইত্যাদি।

শাসন বিভাগ:



Rule

আইনসম্মতভাবে সরকারের ইচ্ছাকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে রাষ্ট্রপতি থেকে শুরু করে পঞ্চায়েত স্তরে চৌকিদার পর্যন্ত সকল কর্মচারীকে নিয়ে যে বিভাগ গঠিত হয়, সেই বিভাগকে শাসন বিভাগ বলা হয়। এককথায়, রাষ্ট্রের শাসন সংক্রান্ত কার্যাবলি পরিচালনার দায়িত্ব যে বিভাগ পালন করে তাকে শাসন বিভাগ বলে।

বিচার বিভাগ:



Judgment

সরকারের যে বিভাগ আইন অনুসারে বিচার সংক্রান্ত কার্যাবলি পরিচালনা করে থাকে তাকে বিচার বিভাগ বলে।