বৃষ্টিপাত কাকে বলে? বৃষ্টিপাত কত প্রকার ও কি কি?

বৃষ্টিপাত কাকে বলে?


ভূ-পৃষ্ঠীয় জলভাগ থেকে সৃষ্ট জলীয় বাষ্প বায়ুর সংস্পর্শে এসে হালকা হয়ে উপরে উঠে ক্রমশ সম্পৃক্ত হয়ে অতিরিক্ত শীতলতার সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে জলকনায় পরিনত হলে তা ফোঁটা ফোঁটা আকারে পৃথিবীর বুকে নেমে আসে, তখন তাকে বৃষ্টিপাত বলে।

Rainfall_Rainfall

অন্যভাবে বললে বলা যায়, স্বাভাবিকভাবে ভাসমান মেঘ ঘনীভূত হয়ে পানির ফোঁটা ফোঁটা আকারে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে বৃষ্টিপাত বলে। এই বৃষ্টিপাত কখনো প্রবল এবং কখনো গুঁড়ি গুঁড়ি আকারে ভূপৃষ্ঠে পতিত হয়।

বৃষ্টিপাত কত প্রকার ও কি কি?


বৃষ্টিপাত প্রধানত ৪ প্রকার। যথা:

১. পরিচলন বৃষ্টিপাত (Convectional Rainfall)
২. শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত (Orographic Rainfall)
৩. ঘূর্ণি বৃষ্টিপাত (Cyclonic Rainfall)
৪. সংঘর্ষ বৃষ্টিপাত (Collision Rainfall)

পরিচলন বৃষ্টিপাত (Convectional Rainfall):



Convectional_Rainfall

ভূপৃষ্ঠের অধিক উষ্ণতার ফলে পরিচলন পদ্ধতিতে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু ঊর্ধ্বে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায়, তাকে পরিচলন বৃষ্টিপাত (Convectional Rainfall) বলে।

অন্যভাবে বললে বলা যায়, দিনের বেলায় সূর্যের কিরণে জল বাষ্পে পরিণত হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে ওই জলীয়বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচে নেমে আসে, এই বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টিপাত বলে।

শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত (Orographic Rainfall):



Orographic_Rainfall

“শৈল” শব্দের অর্থ পর্বত এবং “উৎক্ষেপ” শব্দের অর্থ ওপরে ওঠা। সাধারণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধা পেয়ে ওপরে ওঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায়, তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত (Orographic Rainfall) বলে।

অন্যভাবে বললে বলা যায়, জলীয় বাষ্পপূর্ন আর্দ্র বায়ু কোন উঁচু পর্বতে বাঁধা পেয়ে পর্বতের গাঁ বেয়ে ওপরে উঠে ওপরের শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত পর্বতের প্রতিবাত ঢালে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে।

ঘূর্ণি বৃষ্টিপাত (Cyclonic Rainfall):



Cyclonic_Rainfall

ঘূর্ণবাত এর ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ওপরে ওঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে ঘূর্ণি বৃষ্টিপাত (Cyclonic Rainfall) বলে। অর্থ্যাৎ, শীতল বায়ুস্তর ভারী বলে তখন নীচের দিকে চলে যায় এবং উষ্ণ বায়ুস্তর শীতল বায়ুস্তরের ওপর ঢাল বরাবর ওপরে উঠে যায়।

এইভাবে উষ্ণ বায়ুস্তর যতই ওপরে ওঠে, ততই প্রসারিত ও শীতল হয় এবং অবশেষে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। একেই বলে ঘূর্ণবাত বৃষ্টিপাত বা ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত অথবা ঘূর্ণি বৃষ্টিপাত।

সংঘর্ষ বৃষ্টিপাত (Collision Rainfall):



Collision_Rainfall

ভূপৃষ্ঠে সমান্তরাল ভাবে যদি উ‌ষ্ণ ও শীতল বায়ু পরস্পরের দিকে মুখােমুখি এগিয়ে আসে তাহলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। অর্থ্যাৎ, মেরুদেশীয় শীতল ও শুষ্ক বায়ু এবং ক্রান্তীয় উষ্ণ ও আদ্র বায়ু একে অপরের বিপরীত দিকে প্রবাহিত হয়ে নাতিশীতোষ্ণ অঞ্চলে পরস্পর মিলিত হয়।

শীতল বায়ুর সংস্পর্শে উষ্ণ বায়ু শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। একে সংঘর্ষ বৃষ্টিপাত (Collision Rainfall) বলে। যুক্তরাষ্ট্রে এ জাতীয় বৃষ্টিপাত বেশি হয়ে থাকে।