সুকুমার রায়ের আবোল-তাবোল কবিতা।

সুকুমার রায় (৩০ অক্টোবর ১৮৮৭ – ১০ সেপ্টেম্বর ১৯২৩) ছিলেন একজন বাঙালি শিশুসাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে “ননসেন্স ছড়ার” প্রবর্তক। তিনি একাধারে লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক।

তিনি ছিলেন জনপ্রিয় শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সন্তান এবং তার পুত্র খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। তার লেখা কবিতার বই আবোল তাবোল, গল্প হ-য-ব-র-ল, গল্প সংকলন পাগলা দাশু এবং নাটক চলচ্চিত্তচঞ্চরী।

আবোল-তাবোল

সুকুমার রায়

—————————

ছুটলে কথা, থামায় কে?

আজকে ঠেকায় আমায় কে?

আজকে আমার মনের মাঝে

ধাঁই ধপাধপ তবলা বাজে–

রাম-খটাখট ঘ্যাঁচাং ঘ্যাঁচ

কথায় কাটে কথার প্যাঁচ।

ঘনিয়ে এলো ঘুমের ঘোর,

গানের পালা সাঙ্গ মোর।

(সংক্ষেপিত)