এক তৃষ্ণার্ত কাকের গল্প।

রোদ্র তপ্ত গ্রীষ্মের দিন ছিল। তৃষ্ণার্ত একটি কাক পানির খোঁজে এদিকে সেদিকে উড়ে বেড়াচ্ছিল। প্রচন্ড রৌদ্রতাপে পানি খুঁজতে খুঁজতে সে পরিশ্রান্ত হয়ে পড়েছিল। কিন্তু সে কোথাও একটু পানি খুঁজে পেল না। খাবার জন্য পানি না পেয়ে কাকটি জীবনের আশা ছেড়ে দিয়েছিলো।

হটাৎ করে সে একটা ভাঙা কলসি দেখতে পেল। সে উড়ে গিয়ে কলসির উপরে বসলো। কলসির ভিতরে উঁকি দিয়ে দেখলো কলসির নিচে সামান্য পরিমাণে পানি আছে।
Crow Story

সে পানির লাগল পাচ্ছিলো না। বেশ কয়েকবার চেষ্টা করলো কিন্তু সে পানির লাগল পেলো না। এই সময়ে কাকটি কলসির পাশে কিছু নুড়ি পাথর পরে থাকতে দেখলো।

নুড়ি পাথরের স্তুপ দেখে তার মাথায় বুদ্ধি এলো। সে এক একটি করে নুড়ি পাথর এনে কলসের ভিতর ফেলতে শুরু করলো।
Thirsty Crow

তারপর আস্তে আস্তে পানি উপরে উঠতে শুরু করলো। এক সময় পানি কাকটির ঠোঁটের নাগালে চলে আসলো।
crow drink water

তারপর কাকটি পানি খেয়ে তৃষ্ণা মেটালো এবং উড়ে চলে গেলো।