সিংহ ও ইঁদুরের গল্প।

একদিন এক সিংহ তার গুহায় ঘুমিয়ে ছিল। হঠাৎ একটি ছোট ইঁদুর ছুটাছুটি করতে করতে সিংহের নাকের ভিতর ঢুকে পড়ল। সাথে সাথে সিংহের ঘুম ভেঙ্গে গেল। সে জোরে নাক ঝাড়া দিলো এবং সঙ্গে সঙ্গে ইঁদুরটি ছিটকে বেরিয়ে এলো। সে ইঁদুরটিকে তখন থাবা দিয়ে ধরে মেরে ফেলতে চাইলো।

lion
ইঁদুরটি অনেক ভয় পেয়ে গেল। সে খুব বিনয়ের সুরে সিংহকে বলল, দয়া করে আমাকে মারবেন না। দয়া করে আমাকে ক্ষমা করুন, মহারাজ। একদিন হয়তো এমন সময়ও আসতে পারে যেদিন আমি আপনার উপকারে আসতে পারি।

একথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল, তুই এত ছোট প্রাণী হয়ে আমার আর কী উপকার করবি, বল? তবুও তোকে ছেড়ে দিলাম। যা পালা!

lion and rat

তার কয়েকদিন পরের ঘটনা। সিংহটি হঠাৎ করেই শিকারীদের জালে আটকা পড়লো। জালে আটকা পড়ে সিংহটি ভীষণ গর্জন করতে লাগল। সেই গর্জন শুনে ইঁদুরটি দৌড়ে সেখানে গেল। সিংহের বিপদ দেখে ইঁদুরটির কষ্ট হলো। সে তার দাঁত দিয়ে কুট কুট করে জাল কাটতে শুরু করল। অবশেষে সিংহ ফাঁদ থেকে মুক্তি পেয়ে যায়।

মুক্তি পেয়ে সিংহটি ইঁদুরকে ধন্যবাদ দিল এবং বলল, তুই ছোট বলে তোকে আমি অবজ্ঞা করেছিলাম। সেই তুই আজ আমার জীবন বাঁচালি। ইঁদুর বলল, দেখেছ, তুমি আগে বিশ্বাস করোনি, কিন্তু প্রয়োজনে একটা ছোট ইঁদুরও তোমাকে রক্ষা করতে পারে। আজ থেকে তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু।

উপদেশ: ছোটদের অবজ্ঞা করতে নেই, সুযোগ পেলে তারাও বড় কিছু করে দেখাতে পারে।