অল্প বয়সে দাঁত পড়ে যায় কেন।
দাঁত মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিন্তু অনেক সময় দেখা যায় খুব অল্প বয়সেই অনেকের দাঁত পড়ে যায়। এর অন্যতম কারণ হল সঠিক সময়ে সঠিক ভাবে দাঁতের যত্ন না নেওয়া।
দাঁত পড়ার যেমন কোনো বয়স নেই, ঠিক তেমনি বয়সের সঙ্গে দাঁতের সম্পর্কও নেই। যেকোনো বয়সেই দাঁত পড়তে পারে, আবার ৮০ বছর বয়সেও দাঁত অটুট থাকতে পারে। কিন্তু অসময়ে দাঁত পড়ে যাওয়ার কয়েকটি সুনির্দিষ্ট কারণ রয়েছে।
নিচে সেগুলো সম্পর্কে আলোচনা করা হল-
মাড়ির রোগ:
দাঁত পড়ার অন্যতম কারণের মধ্যে মাড়ির রোগ অন্যতম। মাড়িতে প্রদাহ হয়ে মাড়ির হাড়ের ক্ষয় করে এবং দাঁতটির পারিপার্শ্বিক প্রতিরক্ষা পুরোপুরি নষ্ট হয়ে যায়। ফলে দাঁতটি পড়ে যায়।
দন্ত ক্ষয়:
ফিলিং না করালে প্রদাহ দন্তমজ্জা অবধি ছড়িয়ে পড়ে। এ অবস্থায়ও রুট ক্যানেলের মাধ্যমে সুস্থ করা সম্ভব।
কিন্তু তারপরও যদি চিকিৎসা করা না হয়, তবে দাঁতের একদম গোড়ায় পুঁজ জমে। পারিপার্শ্বিক টিস্যু ও হাড়ের ক্ষয় করে দাঁতের ভিত্তি নষ্ট করে ফেলে। যার কারণে দাঁতটি অকালে হারাতে হয়।
আঘাত:
আঘাত পেয়েও দাঁত অনেক সময় ভেঙে যেতে পারে। ক্রাউন বা মুকুটের অংশ পর্যাপ্ত টিকে থাকলে রুট ক্যানেল চিকিৎসা দিয়ে মুকুট করানো সম্ভব, তা না হলে দাঁতটি ফেলে দিতে হয়।
এছাড়াও অসমান দাঁতের অবস্থানের কারণে যদি স্বাভাবিক দাঁতের অবস্থান বিঘ্নিত হয়, তবে আঁকাবাঁকা দাঁতকে সঠিক অবস্থানে নেওয়ার জন্য দাঁত ফেলে দিতে হয়।
অকালে দাঁত পড়ে যাওয়ার ঝুঁকিগুলো
- তামাকজাতীয় দ্রব্যের ব্যবহার করলে।
- অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে।
- মাড়ির দীর্ঘমেয়াদি সমস্যা হলে।
- বিভিন্ন ওষুধের প্রতিক্রিয়া থেকে দাঁত পড়তে পারে।
- বিভিন্ন জটিল রোগের কারনে যেমন ক্যান্সারের কারণে দাঁত পড়তে পারে।