মেয়েদের মন জয় করার অসাধারণ কয়েকটি টিপস জেনে নিন।
কোন একজন মানুষের মন জয় করা সহজ কোন কাজ নয় আর সেখানে মেয়েদের মন জয় করা তো আরো কঠিন ব্যাপার। কারণ মেয়েদের মন ক্ষণে ক্ষণে রং বদলায় আর তাদের মতিগতি সাধারণ ভাবে বোঝা বড়ই দায়। তাই কিছু কৌশল অবলম্বন করে আপনি খুব সহজেই মেয়েদের মন জয় করতে পারেন।
প্রশংসা করতে শিখুন
যদি কোন মেয়ের মন জয় করতে চান তাহলে প্রথমে যে কাজটি আপনাকে শিখতে হবে সেটি হল মেয়েটির প্রশংসা করা, তার রূপের প্রশংসা, তার সাজ সজ্জার প্রশংসা, তার রান্নাবান্নার প্রশংসা, তার বিভিন্ন কাজের প্রশংসা করতে হবে। প্রশংসার মাধ্যমে মেয়েটির প্রতি আপনার মুগ্ধতা দেখাতে হবে। ভুলেও কখনো আপনি যে মেয়েটিকে পছন্দ করেন তার নামে খারাপ কিছু বলবেন না। মনে রাখবেন পুরুষ সঙ্গীকে খুশি করা ও তার কাছ থেকে প্রশংসা পাবার জন্য মেয়েরা সারাদিন ভালোবাসা ও আন্তরিকতার সাথে বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকে। তবে প্রশংসা যেন বেশি না হয় সেদিকেও খেয়াল রাখবেন।
প্রথমেই মনের কথা বলে বসবেন না
আপনি যে মেয়েটিকে পছন্দ করেন প্রথম দিকে চেষ্টা করবেন একটু এড়িয়ে চলতে। হ্যাংলার মত প্রথমেই আপনার মনের কথা মেয়েটিকে বলে বসবেন না।
কারণ আপনি প্রথম থেকেই মেয়েটির পেছনে পড়ে থাকলে সে আপনাকে পাত্তা দিতে চাইবে না, আপনাকে অবহেলা করবে। আপনি প্রথমদিকে মেয়েটিকে এড়িয়ে চলেন দেখবেন যে মেয়েটি আপনার প্রতি খেয়াল করছে, যে এই ছেলেটি আমাকে পাত্তা দেয় না কেন, কারণ সব সময় মনে রাখবেন মেয়েরা বিপরীত দিকে আকর্ষণ হয়।
যথাযথ গুরুত্ব ও সম্মান দিন
নারী-সঙ্গীকে যথাযথ গুরুত্ব ও সম্মান দিতে হবে। তাকে হেয় করে কোন কথা বলা উচিত নয়, আর কিছু ছোটখাটো বিষয় যেমন তাকে কোন রেস্টুরেন্টে নিয়ে গেলে তার চেয়ারটি টেনে তাকে ঠিক ভাবে আগে বসানো, তার পছন্দের খাবার অর্ডার করা, খেয়াল করে সাবধানে রাস্তা পারাপার করানো, রিক্সা বা সিএনজি ঠিক করে দেওয়া এবং নারী সঙ্গীর সহিত হাটার সময় তাকে পিছনে রেখে নিজে সামনে এগিয়ে না যাওয়া, মোট কথা আপনার নারী সঙ্গীকে যথাযথ গুরুত্ব দেওয়া। কারণ মনে রাখবেন মেয়েরা গুরুত্ব পেতে ভালোবাসে এবং মেয়েরা তার পুরুষ সঙ্গীর দায়িত্ববোধ নিয়ে সহপাঠী আত্মীয়দের মাঝে গর্ব করতে ভালোবাসে।
সম্পর্কে সব সময় সৎ থাকুন
একটি মেয়ের মন জয় করার আরেকটি বড় শর্ত হলো তার কাছে সৎ থাকা। আর এই জন্য তার কাছে কোনকিছুই গোপন করা উচিত না। আপনার ভালবাসার, ভাললাগার মানুষটির সাথে সকল কিছু শেয়ার করার চেষ্টা করুন। এবং আপনার পরিবারের সম্পর্কে তার সামনে খোলামেলা আলোচনা করুন দেখবেন মেয়েটি আপনাকে নিরাপদ মনে করবে এবং আপনাকে সৎ ভাবা শুরু করবে এবং আপনার প্রতি সে দুর্বল হয়ে পড়বে।
নিয়মিত কিছু না কিছু উপহার দিন
মেয়েরা উপহার খুবই পছন্দ করে তাই নিয়মিত কিছু না কিছু আপনি আপনার ভালোবাসার মানুষটিকে উপহার দিন। প্রতিদিন যে দামি উপহার দিতে হবে তা ঠিক নয়, একটি ফুল ছোটখাটো কোন কিছু, কিন্তু প্রায়ই উপহার দেওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনার সঙ্গীর এই বিষয়টি খুবই ভাল লাগবে। তাই বলে অকারণে বারবার দামি উপহার দিবেন না। তার কোনো কারণে মন খারাপ থাকলে একটু হাসি মজা করে মন ভালো করার চেষ্টা করুন।
পোশাক-আশাকে পরিপাটি থাকার চেষ্টা করুন
সব সময় পোশাক-আশাকে পরিপাটি থাকার চেষ্টা করবেন। পোশাক যে খুব দামি হতে হবে তা ঠিক নয় তবে অবশ্যই ফ্যাশনেবল আধুনিক ডিজাইন ও সাবলীল পোশাক হয় এবং পোশাকে আপনার ব্যক্তিত্বের প্রকাশ ঘটে সেদিকে খেয়াল রাখবেন। মনে রাখবেন এলোমেলো চুল, নোংরা নখ, দুর্গন্ধযুক্ত মোজা, কালি ছাড়া জুতা, শার্টে দাগ এবং নিজের প্রতি সচেতন নয় এমন ছেলেদের মেয়েরা পছন্দ করে না।