হায় রে! পোড়া বাঁশি ঘরেতে, ও রইতে দিলো না ঘরেতে।

গান : হায়রে পোড়া বাঁশি

✍️ গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
? সুরকার : রাহুল দেব বর্মণ
? মূল শিল্পী : লতা মঙ্গেশকর

হায় রে! পোড়া বাঁশি ঘরেতে
ও রইতে দিলো না ঘরেতে ।।
হায় রে পোড়া বাঁশি
হায়! হায়! পোড়া বাঁশি।

কি যে জ্বালাতনে পড়েছি
কাকেই বা আর বলি গো?
সুখেরি জ্বালাতে বাঁশির বিষেতে
হায়! জ্বলি গো।

হায় রে! কোনো কথা আমাকে
কইতে দিলো না ঘরেতে,
হায় রে! পোড়া বাঁশি
হায়! হায়! পোড়া বাঁশি।

দেখিনি কখনো শুনেছি
আকাশে চাঁদ ওঠে গো!
দেখিনি ফুল আমি মনে সে ফুল
বুঝি আজ ফোটে গো।

হায় রে! মলয়া কে দখিনে
ও বইতে দিলো না ঘরেতে,
হায় রে! পোড়া বাঁশি
হায়! হায়! পোড়া বাঁশি।

চোখ এলো গেল, চোখ বলে যে
পাখিটা ওই ডাকে রে!
যার চোখ-ই নেই কি হবে
এ কথা শুনিয়ে তাকে রে?

হায় রে! পোড়া মনের জ্বালা সে
ও সইতে দিলো না ঘরেতে
হায় রে! পোড়া বাঁশি ঘরেতে,
রইতে দিলো না ঘরেতে।

হায় রে! পোড়া বাঁশি
হায়! হায়! পোড়া বাঁশি।।