যোগ্য স্বামীর কিছু বৈশিষ্ট্য জেনে নিন।

একজন যোগ্য মানুষকে জীবন সঙ্গী হিসাবে পাওয়া প্রতিটা মেয়েরই স্বপ্ন। একটি মেয়ে জন্ম থেকে বেড়ে উঠে যেই সকল পরিজনদের মাঝে, চির বিদায় নিয়ে চলে আসতে হয় সেই আপনজনদের ছেড়ে এক অচেনা পরিবারে। আর এই পরিবারের প্রধান মানুষটিই হলো তার স্বামী। অর্থাৎ মেয়েটার সবকিছু বা তার দুনিয়া। এই অচেনা পুরুষটিকে নিয়ে বিয়ের আগে মেয়েদের স্বপ্নের কোন শেষ থাকে না। কেমন স্মার্ট হবে, আচরণ কেমন হবে, তার ব্যক্তিত্ব থাকবে কিনা, সে মনের মত হবে কিনা ইত্যাদি।
একজন যোগ্য স্বামী, স্ত্রীর ভুল ত্রুটি মানিয়ে নিয়ে হাতে হাত রেখে সারা জীবন চলতে পারে। নিন্মে একজন যোগ্য স্বামীর কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হল-

  • একজন ভালো মনের পুরুষ কখনোই ভালোবাসা প্রকাশে দ্বিধা করবে না।
  • তিনি সব সময়েই তার স্ত্রীর পাশে থাকবেন, তার স্ত্রীকে সাপোর্ট করবেন।
  • তিনি তার স্ত্রীকে সর্বদাই জীবনের পথে এগিয়ে যাওয়ার উৎসাহ দেবেন।
  • একজন ভালো মনের স্বামী সবসময় তার স্ত্রীর বিশ্বাস অর্জন ও ধরে রাখার চেষ্টা করবেন।
  • তার সংস্পর্শে একজন স্ত্রী নিরাপদ বোধ করবেন, তিনি সর্বদা নিশ্চিত করবেন তার স্ত্রীর নিরাপত্তা।
  • তিনি কখনো এমন কিছুই বলবেন বা করবেন না যার ফলে তার স্ত্রীর অসম্মান হয়।
  • স্ত্রীর ছোটখাট সকল পছন্দ-অপছন্দকেই তিনি গুরুত্ব দেবেন।
  • প্রতিটি সম্পর্কেই একটি সীমারেখা থাকে। তিনি সেই সম্মানের সীমারেখা কখনোই লঙ্ঘন করবেন না।
  • তিনি সারা জীবন ধরে সম্পর্ক ভালো রাখার এবং সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন।
  • তিনি স্ত্রীকে নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে কখনো বাধ্য করবেন না।
  • তিনি হবেন সৎ ও আত্মসম্মানবোধে ভরা মানুষ। কেবল স্ত্রীর সাথে নন, সবার সাথেই।
  • তিনি কখনোই তার স্ত্রীকে শারীরিক-মানসিক নির্যাতনের কথা স্বপ্নেও ভাববেন না।

অর্থাৎ একজন যোগ্য স্বামীর চাওয়া-পাওয়া, আশা ভরসা সব তার স্ত্রী।