গুরু না ভজি মুই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়ারে। ফুরাইয়া গেলো মোর সাধেরও জনম।

বাংলা গানের ভান্ডার বা খনি অন্য যে কোনো ভাষার ভান্ডার থেকে অনেক বেশি সমৃদ্ধ। হাজার বছর ধরে মানুষের মুখে মুখে প্রচলিত লোকসংগীতের খুব কদর বা জনপ্রিয়তা এই বাংলায়।

লোকসংগীতের মধ্যে খুবই জনপ্রিয় একটি গান হলো গুরু না ভজি মুই। আপনাকে কিছুক্ষণের জন্য হলেও থামিয়ে দেবে এই গানটি। আপনাকে ভাবাবে।আপনার গায়ে কাঁটা দেবে।

সাধের এই মানব জনম কতই না দুর্লভ, কতই না স্বল্প সময়ের। আর কি ফিরে পাবো এই মানব জনম।

জীবন তো এগিয়ে যাচ্ছে। জীবনের দিন তো ফুরিয়ে আসছে। যাদের জন্য এতো খাটছি তারা তো একদিন ভুলে যাবে।

লোকসংগীত: গুরু না ভজি মুই
কথা: পরিতোষ রায়
সঙ্গীত: চন্দ্রকান্ত নন্দী
কন্ঠ: গোষ্ঠ গোপাল দাস

গুরু না ভজি মুই সন্ধ্যা সকালে,
মন প্রাণ দিয়ারে
ফুরাইয়া গেল মোর সাধের এই জনম
আপন কর্ম দোষেরে
প্রাণের বান্ধবরে, দাও দেখা দয়া করে

আসিতে হবে মোর বারে বারে,
এই না ভবের মাঝারে
আর না হবে মোর মানব জনম
পাষাণে ভাঙ্গিলে মাথারে
প্রাণের বান্ধবরে, দাও দেখা দয়া করে

যাহার লাগিয়া খাটিয়া মরিণু
সেতো ভুলিয়া যাবে রে
প্রাণ পাখি মোর পলকে উড়িবে
ছাড়িয়া সকল মায়ারে
প্রাণের বান্ধবরে, দাও দেখা দয়া করে