এক চালাক শিয়ালের গল্প।
এক বনে এক চালাক শিয়াল বাস করত। শিয়ালটি শুধু চালাক ছিল না, অনেক মিথ্যাবাদীও ছিল। অন্য শিয়ালদের সাথে চালাকি করা তার নিত্য দিনের কাজ ছিল।
চালাক শিয়ালটার চালাকির জন্য বনের অন্য শিয়ালরা তো অতিষ্ট ছিল। অন্য শিয়ালরা অনেক কষ্ট করে খাবার সংগ্রহ করত কিন্তু চালাক শিয়ালটি চালাকি করে অন্যদের খাবার নিয়ে নিত।
তার চালাকির মধ্যে অন্যতম ছিল “আমাকে বনের রাজা সিংহ পাঠিয়েছে খাবারের ভাগের জন্য। অন্যথায় বনের রাজা সিংহ রেগে গেলে বাঁচার উপায় থাকবে না।” এই রকম অনেক ধরণের চালাকি সে করতো। এইরকম চালাকি করে একদিন সে অনেক খাবার জমা করলো।
অনেক খাবার জমা করে চালাক শিয়াল তো খুব খুশি কারণ বেশ কিছুদিন তার আর খাবারের খোঁজে বের হতে হবে না। কিন্তু এই অনেক খাবারের গন্ধে সত্যি সত্যি বনের রাজা সিংহ এসে হাজির।
রাজা সিংহের গর্জন শুনে চালাক শিয়াল তো ভয়ে আঁটোসাঁটো হয়ে গেল। চালাক শিয়াল ভয়ে নিজের বাসার খাবার ফেলে প্রাণ নিয়ে পালিয়ে বাঁচলো। আর রাজা সিংহ চালাক শিয়ালের বাসা ভেঙ্গে চুরে সব খাবার খেয়ে ফেললো।
শিক্ষণীয়: অতি চালকের গলায় দড়ি।