অহংকারী বটগাছের গল্প।

কোনো এক সময় একটি বনে পাশাপাশি দুটি গাছ ছিল। একটি হল আম গাছ আর অন্যটি বট গাছ। আম গাছটি ছিল খুবই ভাল। গাছটিতে প্রায় বারো মাসই আম ধরতো। অন্যদিকে বট গাছটি ছিল অহংকারী। আম গাছের ডালে পাখিরা সবসময় বসে আরাম করতো। কারণ আম গাছটা কাউকে কিছুই বলত না।

পাখিরা গাছ থেকে আম খেত আর কিচিরমিচির করে ডাকত। এই ডাক শুনে আম গাছটির খুবই ভাল লাগত। কিন্তু পাশে থাকা বট গাছটির এসব কিছু ভাল লাগত না। সে চুপ চাপ থাকতেই বেশি পছন্দ করত। অহংকারী বট গাছটা তার ডালে কাউকেই বসতে দিত না।

যদি কোনো পাখি তার ডালে এসে বসত সে পাখিটাকে ঝাড়া মেরে উড়িয়ে দিত। এদিকে বট গাছটার খুব রাগ হত আম গাছটার উপর। কারণ আম গাছের জন্য বট গাছটা একা থাকতে পারত না।

সারাদিন তার পাখির কিচিরমিচির ডাক শুনতে হত। একদিন অনেক দূর থেকে আসছিল একটা কাক। কাকটি বিশ্রামের জন্য বট গাছের ডালে বসে। আর তখনি বট গাছটা বলে ওঠে এ কাক দূর হও এখান থেকে।

আমার ডালে বসেছো কার অনুমতি নিয়ে। কাকটা তখন বলে ওঠে গাছের ডালে বসতে আবার কারো অনুমতি লাগে নাকি। এইসব দেখে আম গাছটা বলে বন্ধু কাক তুমি আমার ডালে বসে বিশ্রাম করো।

কাকটি তখন বট গাছ থেকে উড়ে গিয়ে আম গাছের ডালে বসে মনের আনন্দে বিশ্রাম করতে লাগে। অন্য আর এক দিনের কথা এক ঝাঁক মৌমাছির দল সেই গাছ দুটোর সামনে আসে বট গাছটিকে দেখে মৌমাছির রাণী বলে বাহ্ বট গাছটাতো খুব সুন্দর।

এই গাছেই আমাদের বাসা বাঁধতে হবে। এসব শুনে বট গাছটি বলে আমার ডালে আমি কাউকে বাসা বাঁধতে দেব না। যত সব উটকো ঝামেলা।চলে যাও সবাই আমার সামনে থেকে।

তখন পাশে থাকা আম গাছটি বলে মৌমাছিরা তোমরা আমার ডালে বাসা বাঁধতে পার এতে আমার কোনো অসুবিধা নেই। এই শুনে মৌমাছিরা খুব খুশি হয় আর আম গাছে বাসা বাঁধে। কিছুদিন পর এক কাঠুরে সেখানে আসে। আম গাছটিকে দেখে তার খুব ভাল লাগে।

কিন্তু আম গাছে মৌমাছির চাক দেখে কাঠুরে ভাবে আম গাছটি কাটা যাবে না। তখন সে বট গাছটি কাটতে যায়। বট গাছে যখন কাঠুরে এক কোপ মারে গাছটি তখন যন্ত্রণায় কেঁদে ওঠে। এই দেখে আম গাছটির খুব কষ্ট হয়।

সে মৌমাছির রাণীকে বলে একমাত্র তোমরাই পর কাঠুরেকে এখান থেকে সরিয়ে দিতে।আর বট গাছটিকে রক্ষা করতে।আম গাছের এই কথা শুনে মৌমাছিরা কাঠুরের ওপর আক্রমণ করে এবং ভয় পেয়ে কাঠুরে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।

এই সব দেখে বট গাছটি বুঝতে পারে সে এতদিন যা করেছে ভুল করেছে।সে আম গাছের কাছে ক্ষমা চায়।আর তখন থেকে আম গাছটা ও বট গাছটা পাশাপাশি সুখে শান্তিতে বসবাস করতে থাকে।

উপদেশ: অহংকার পতনের মূল।