Parts of Speech কাকে বলে? কত প্রকার ও কি কি?
Parts of speech কাকে বলে?
“Part” অর্থ অংশ এবং “Speech” অর্থ কথা বা বাক্য। সুতরাং বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক অংশ বা শব্দকে Parts of speech বলে।
Example :
1. Salman is a small boy but he is very intelligent.
বাক্যটিতে Salman, is, a, small, boy, but, he, is, very, intelligent
এই দশটি অর্থবোধক অংশ বা শব্দ রয়েছে। সুতরাং এদের প্রত্যেকটি Parts of speech.
Parts of speech কত প্রকার ও কি কি?
Parts of speech আট প্রকার। যথাঃ
- Noun
- Pronoun
- Adjective
- Verb
- Adverb
- Preposition
- Conjunction &
- Interjection
1. Noun কাকে বলে?
যে word দ্বারা কোন কিছুর নাম বোঝায় তাকে Noun বলে।
Example :
1. Dhaka is the capital of Bangladesh.
2. Gold is a precious metal.
2. Pronoun কাকে বলে?
Noun এর পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে Pronoun বলে। Pro শব্দের অর্থ পরিবর্তনের সমতুল্য। Pronoun শব্দের অর্থ হলো Noun এর পরিবর্তে বা Noun সমতুল্য।
Example :
1. Karim is a good boy. He gets up early in the morning.
3. Adjective কাকে বলে?
যে word দ্বারা Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে Adjective বলে।
Example :
1. He is a rich man.
2. This is a blue pen.
4. Verb কাকে বলে?
যে word দ্বারা কোন কাজ করা বোঝায় তাকে verb বলে।
Example :
1. They play football.
5. Adverb কাকে বলে?
যে word কোন verb, adjective, বা adverb কে modify (বিশেষায়িত) করে তাকে Adverb বলে।
Example :
1. He opened the door quietly
2. The boy is fairly tall.
6. Preposition কাকে বলে?
যে word কোন Noun বা Pronoun-এর পূর্বে বসে noun বা pronoun-এর সঙ্গে sentence এর অন্তর্গত অপর কোন word এর সম্পর্ক প্রকাশ করে তাকে Preposition বলে।
Example :
1. The book is on the table.
7. Conjunction কাকে বলে?
যে word দুই বা ততোধিক word, phrase, বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে তাকে Conjunction বলে।
Example :
1. Joe and Smith are two brothers.
8. Interjection কাকে বলে?
যে word মনের আকস্মিক ভাবাবেগ যেমন হর্স, বিষাদ, দুঃখ, বিস্ময়, ঘৃণা, ভয় ইত্যাদি মনের আবেগ বা ভাব প্রকাশ করে তাকে Interjection বলে।
Example :
1. Alas! I am undone.
2. Hurrah! We have won the game.