MySQL কি? MySQL এর সুবিধা কি?

MySQL কি?

MySQL হলো ওপেন সোর্স রিলেশনাল ডাটাবেজ ম্যানেজম্যান্ট সিস্টেম (RDBMS – Relational Database Management System)। যা Structured Query Language (SQL) ব্যবহার করে। এই My শব্দটি এসেছে এর co-founder এর মেয়ের নাম অনুসারে আর অপর শব্দটি হলো SQL যার মানে হলো Structured Query Language.। তাহলে সম্পূর্ণ শব্দটি দাড়ায় MySQL।

এই MySQL প্রায় সব প্লাটফর্মই run হয় যেমন- Linux, UNIX and Windows। এটি আমরা বেশিরভাগ সময় web applications এর জন্য ব্যবহার করে থাকি। মানে web applications এর জন্য আমরা যে সকল ডাটা ব্যবহার করি তা যাতে একটা ডাটাবেজ সংরক্ষিত থাকে এবং পরবর্তীতে এই ডাটা আমরা ব্যবহার করতে পারি। যেমন- Facebook, Twitter and YouTube এ সকল Social Media গুলো MySQL ব্যবহার করে থাকে তাদের ডাটাগুলো ডাটাবেজে সংরক্ষন করার জন্য।

MySQL এর সুবিধা কি?

MySQL ডেটা গুদামজাতকরণ, ই-বাণিজ্য, এবং লগিং অ্যাপ্লিকেশন সহ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়। তবে MySQL এর সর্বাধিক সাধারণ ব্যবহার হলো ওয়েব ডাটাবেসের উদ্দেশ্যে।

  • MySQL হচ্ছে একটা Database সার্ভার।

  • MySQL হচ্ছে ফ্রী এটা যে কেউ download ও ব্যাবহার করতে পারবে।

  • MySQL কে ছোট বা বড় উভয় প্রকারের application এ ব্যাবহার করা যায়।

  • MySQL কে বিভিন্ন Platform এ ব্যাবহার করা যায়।

  • MySQL স্ট্যান্ডার্ড SQL ভাষাকে সাপোর্ট করে।