বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর।

গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু?
উত্তর: ফাইলেরিয়া ক্রিমি।
দেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি?
উত্তর: এনামেল।
ভয় পেলে গায়ের লোম খাড়া হয়ে যায় কোন হরমোনের অভাবে?
উত্তর: অ্যাডরেনালিন।
যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমন করে তাদের বলে?
উত্তর: ব্যাকটেরিওফাজ।
রক্তের লোহিত কনিকা তৈরি হয়?
উত্তর: অস্থি।
গাড়ীর ব্যাটারিতে কোন এসিড ব্যবহার করা হয়?
উত্তর: সালফিউরিক।
বরফ পানিতে বাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব?
উত্তর: বেশী।
মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস?
উত্তর: শ্বসন।
ফিতাকৃমি কোন ধরনের প্রাণী?
উত্তর: অন্তঃপরজীবী।
ইস্ট কি?
উত্তর: একটি ছত্রাক।
মানব দেহের সর্ববৃহৎ অঙ্ক কি?
উত্তর: ত্বক।
মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত?
উত্তর: ব্যাক্টোরিয়ায়।
সাদা রক্ত বা বর্ণহীন বিশিষ্ট প্রাণী?
উত্তর: তেলাপোকা।
কোন খনিজ লবনের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে যায়?
উত্তর: ফসফরাস।
কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?
উত্তর: খেসারি।
কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
উত্তর: রূপা।
জমির লবনাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
উত্তর: পানির সেচ।
নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
উত্তর: পরমাণু শক্তি।
অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল?
উত্তর: গ্লাইকোজেন।
কোয়ান্টাম তত্ত্ব এর অপর নাম?
উত্তর: ফোটন তত্ত্ব।
মাছ থেকে আমিষ আসে?
উত্তর: 60%।
রেশম পোকা চাষের বৈজ্ঞানিক পদ্ধতি?
উত্তর: সেরিকালচার।
কৃষি উদ্যান বিষয়ক বিদ্যাকে বলে?
উত্তর: হার্টিকালচার Horticulture.
প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
উত্তর: বৃষ্টিপাত।
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয়?
উত্তর: চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়।
সুনামির কারণ হলো?
উত্তর: সমুদ্রের তলদেশে ভূমিকম্প।
হাড় ও দাঁতকে মজুত করে?
উত্তর: ক্যালসিয়াম ও ফসফরাস।
কোন খাদ্যে প্রোটিন বেশি?
উত্তর: গরুর মাংস।
প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে?
উত্তর: ইভোলিউশন।