রাউটার (Router) কাকে বলে? রাউটার (Router) কত প্রকার ও কি কি?

রাউটার (Router) কাকে বলে?


রাউটার (Router) হলো এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস। যেটি, একটি কম্পিউটার নেটওয়ার্ককে অন্য কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়।

Router

অন্যভাবে বললে, এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা পাঠানাের পদ্ধতিকে বলে রাউটিং। যে ডিভাইস রাউটিং এর কাজে ব্যবহার করা হয় তাকে রাউটার বলে। এটি ডেটাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে কম দূরত্বের পথ (Path) ব্যবহার করে।

রাউটার একই প্রটোকলবিশিষ্ট দুই বা ততােধিক স্বতন্ত্র নেটওয়ার্কের মধ্যে সংযােগ স্থাপন করে নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারে। রাউটার একটি বুদ্ধিমান ইন্টারনেট ওয়ার্ক কানেকটিভিটি ডিভাইস যা লজিক্যাল এবং ফিজিক্যাল অ্যাড্রেস ব্যবহার করে দুই বা ততােধিক নেটওয়ার্ক সেগমেন্টের মধ্যে ডেটা আদান-প্রদানের ব্যবস্থা করে।

রাউটার (Router) কত প্রকার ও কি কি?


রাউটার (Router) বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যথাঃ

১. ব্রডব্যান্ড রাউটার (Broadband Router)
২. ওয়ারলেস রাউটার (Wireless Router)
৩. ক্রোড় রাউটার (Core Router)
৪. ইন্টারনেট প্রভাইডার রাউটার (Internet Provider Router)
৫. ইডেগ রাউটার (Edge Router)
৬. পকেট রাউটার (Pocket Router)

ব্রডব্যান্ড রাউটার (Broadband Router):



Broadband Router

ব্রডব্যান্ড রাউটার উচ্চ স্পীড সম্পূন্ন ইন্টারনেট সংযোগ স্থাপন করে থাকে। অধিক পরিমান কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইলের সাথে সংযোগ স্থাপন করা যায়। এটা সংযোগ ককরার জন্য কেবল বা তারের প্রয়োজন হয়। এই রাউটার ব্যবহারের ফলে দ্রুত ইন্টারনেট সেবা প্রদান বা গ্রহন করা যায়।

ওয়ারলেস রাউটার (Wireless Router):



Wireless Router

ওয়ারলেস রাউটার কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলে তার বিহিন ভাবে ব্যবহার করা যায়। তবে নির্দিষ্ট এরিয়া নির্ধারন করা থাকে। নির্দিষ্ট এরিয়ার মধ্যে ইন্টারনেট সংযোগ স্থাপন করা য়ায়। ব্রডব্যান্ডের চেয়ে ওয়ারলেস রাউটার সাধারনত বেশি ব্যবহার করা হয়ে থাকে।

বাসা-বাড়ী, স্কুল-কলেজে সাধারনত এই ধরনের রাউটার ব্যবহার করা হয়ে থাকে। ওয়ারলেস রাউটারে পাসওয়ার্ড ব্যবহার করা যায়। এতে ব্যবহারে অনেকটা নিরাপদ রাখা সম্ভব হয়।

ক্রোড় রাউটার (Core Router):



Core Router

ক্রোড় রাউটার পাওয়ার ফূল রাউটার। অধিক ক্ষমতা সম্পূন্ন রাউটার। অনেক গুলো রাউটার এক সংগে যুক্ত করে ব্যবহার করা যায়। এই ধরনের রাউটার সাধারনত বড় বড় শিল্প প্রতিষ্ঠান গুলোতে ব্যবহার করা হয়ে থাকে। একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ দেওয়া হয়ে থাকে।

ইন্টারনেট প্রভাইডার রাউটার (Internet Provider Router):



Provider Router

এই ধরনের রাউটারের সাথে আই পি এস সংযোগ করে ব্যবহার করতে হয়। পরস্পরকে সংযুক্ত করার জন্য ইন্টারনেট প্রাভাইডার রাউটার ব্যবহার করা হয়ে থাকে। যা ব্যবহারের ক্ষেত্রে সুবিধাজনক হয়।

ইডেগ রাউটার (Edge Router):



Edge

এই রাউটার ইন্টারনেট পোটোকলের সাথে bgb এর isp এর কনফিগার করা থাকে। এই রাউটারকে বিভিন্ন ইন্টারনেট সার্ভিসের পাশে রাখা হয়ে থাকে। ব্যবহার উপযোগী করে তোলার জন্য।

পকেট রাউটার (Pocket Router):



Pocket Router

পকেট রাউটার সাধরনত ছোট বলে পকেটে রাখা যায়। যেখানে সেখানে বহন করা যায়। তাই একে পকেট রাউটার বলা হয়ে থাকে। পকেট ওয়াই-ফাই রাউটারটি ব্যাটারিতে চলে তাই বাহ্যিক শক্তির প্রয়োজন নেই। ভিতরে মোবাইল নেটওয়ার্কের সাথে সংযোগ করার জন্য একটি 3G বা 4G সিম স্লট রয়েছে ফলে ওয়াই-ফাই এর মাধ্যমে মোবাইল ইন্টারনেট অবিলম্বে শেয়ার করা যায়।