জাল টাকা চেনার উপায়।

জাল টাকা এবং আসল টাকা দেখতে প্রায় একই রকম তাই অনেকে জাল টাকা চিনতে পারেন না। যার জন্য আমদের অনেক সমস্যায় পড়তে হয়। আমরা অনেক সময় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হই এই জাল টাকার কারণে। অনেক সময় দেখা যায় আমাদের কাছে জাল টাকা চলে আসে।

আমাদের আশেপাশে কিছু অসাধু ব্যক্তির জাল নোট তৈরির জন্য প্রতিনিয়ত অনেক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই জাল টাকার নোট চেনা আমাদের সকলের জন্য খুব প্রয়োজন। আামরা যেন জাল টাকা চিনতে পারি তার জন্য জাল টাকা চেনার কিছু সহজ উপায় জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জাল টাকা চেনার কিছু উপায় নিচে আলোচনা করা হলো-

নিরপত্তা সুতা:

নোটের নিরাপত্তা সূতা হলোগ্রাফিক এবং রং পরিবর্তনশীল হয়। ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের প্রতিটি নোটে মূল্যমান এবং বাংলাদেশ ব্যাংকের লোগো ও নিরাপত্তা সুতা আছে। নোটের মূল্য এবং বাংলাদেশ ব্যাংকের লোগো নিরাপত্তা সুতার ৪টি স্থানে মুদ্রিত।

যদি নোট চিত করে ধরা হয় তাহলে নিরাপত্তা সুতায় মূল্যমান লোগো দেখা যায়। এই নিরাপত্তা সুতাটি নোটের অবিচ্ছেদ্য অংশ। নখের আঁচড়ে বা মুচড়িয়ে এই নিরাপত্তা সুতা কোনো ভাবে উঠানো যায় না। যদি কোনো জাল নোট হয় তাহলে নিরাপত্তা সুতা সহজেই নখের আঁচড়ে উঠে যায়।

রঙ পরিবর্তনশীল কালি:

প্রতিটি নোটে উপরের ডানদিকের কোনায় ইংরেজি সংখ্যায়। এবং নোটের মূল্যমানের লেখাটাতে রঙ পরিবর্তনশীল কালি ব্যবহার করা হয়েছে। যদি আমরা ১০০ এবং ১০০০ টাকার নোট যদি আস্তে আস্তে নড়াচড়া করি তাহলে দেখা যাবে নোটের মূল্যমান লেখাটি সোনালী থেকে সবুজ রঙ এ পরিবর্তন হয়। জাল নোটের রঙ চকচক করতে পারে কিন্তু তা পরিবর্তিত হয় না।

অসমতল ছাপা:

১০০, ৫০০, ১০০০ টাকার প্রতিটি নোটের সামনে ও পেছনের ডিজাইন, মাঝখানের লেখা, নোটের মূল্যমান এবং নোটের ডানপাশে হেলানো ৭টি সমান্তরাল লাইন থাকে। তাছাড়া, ১০০ টাকার নোটের ডানদিকে ৩টি, ৫০০ টাকায় নোটে ৪টি এবং ১০০০ টাকায় ৫টি ছোট আকারের বৃত্তাকার ছাপ আছে যা হাতের স্পর্শে খসখসে বা উঁচু নিচু মনে হয়। এসব বৈশিষ্ট্য জালনোটে থাকা সম্ভব না।

জলছাপ:

জাল নোটে জলছাপ অস্পষ্ট ও নিম্নমানের হয়। নোটে বঙ্গবন্ধুর প্রতিক, বাংলাদেশ ব্যাংকের লোগো এবং নোটের মূল্যমান জলছাপ আকারে ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের লোগো এবং নোটের মূল্যমান প্রতিকটির থেকে উজ্জ্বল দেখাবে।

এখন বাজারে বিভিন্ন ধরনের জালনোট সনাক্তকারী মেশিন পাওয়া যায়। জাল নোটের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করুন আসল নোট সম্পর্কে নিজে জানুন এবং অপরকে জানান।