হার্ডডিস্ক কি? হার্ডডিস্কের সুবিধা, অসুবিধা এবং প্রকারভেদ।

হার্ডডিস্ক কি?


হার্ডডিস্ক হচ্ছে পাতলা গােলাকার ধাতব পাতের সমন্বয়ে গঠিত সহায়ক মেমােরি। ধাতব পাতের ২ পাশে চুম্বকীয় পদার্থের প্রলেপ থাকে। এজন্য এ ডিস্ককে চুম্বকীয় ডিস্ক (Magnetic Disk) ও বলা হয়।

ডিস্কের গােলাকার ধাতব পাতগুলাে দেখতে গ্রামােফোন রেকর্ডের মতো। গোলাকার ধাতব পাতগুলাে একটির উপরে একটি স্তরে বসানাে থাকে। পাতগুলাের পৃষ্ঠে অনেকগুলাে এককেন্দ্রিক বৃত্তে ডেটা সংরক্ষণ করা হয়। এসব বৃত্তকে ট্রাক (Track) বলা হয়।

প্রতিটি বৃত্তকে কয়েকটি সমান ভাগে ভাগ করা হয়। এরূপ এক একটি ভাগকে সেক্টর (Sector) বলা হয়। প্রতিটি সেক্টরের ধারণক্ষমতা ৫১২ বাইট। পাতগুলাের মাঝখানে আধা ইঞ্চির মতাে ফাঁকা স্থান থাকে। এই ফাঁকা জায়গায় একটি দন্ড (Shaft) থাকে। এই দন্ডের সাহায্যে পাতগুলাে একটির উপর আর একটি বসানাে থাকে এবং সেই দন্ডের সাহায্যে কাজের সময় পাতগুলাে প্রতি মিনিটে ৭২০০ বা আরও বেশি বার আবর্তিত হয়।

হার্ডডিস্কের ধারণক্ষমতা নির্ণয় করা হয় সাধারণত গিগাবাইট, টেরাবাইট ইত্যাদি এককে। সাধারণত বাজারে GB থেকে TB ধারণক্ষমতাসম্পন্ন হার্ডডিস্ক প্রচলিত আছে।

হার্ডডিস্ক পার্সোনাল কম্পিউটারের জনপ্রিয় ও বেশি ব্যবহৃত স্টোরেজ ডিভাইস। হার্ডডিস্কে রাখা তথ্যসমূহ সহজে নষ্ট হয় না। এজন্য প্রয়ােজনীয় সকল প্যাকেজ এবং গুরুত্বপূর্ণ তথ্যসমূহ হার্ডডিস্কে রাখা হয়। তবে ভাইরাসের আক্রমণে তথ্য নষ্ট হয়ে যেতে পারে। তাই ভাইরাস থেকে সতর্ক থাকলে হার্ডডিস্কের তথ্য হারাবার ভয় থাকে না।

হার্ডডিস্ক ড্রাইভ এর প্রকারভেদ:


কম্পিউটারের হার্ডডিস্ককে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। যথাঃ

  • আইডিই বা পাটা (IDE/PATA) হার্ডডিস্ক ড্রাইভ
  • সাটা (SATA) হার্ডডিস্ক ড্রাইভ
  • স্ক্যাজি (SCSI) হার্ডডিস্ক ড্রাইভ
  • সাস (SAS) হার্ডডিস্ক ড্রাইভ

হার্ডডিস্কের সুবিধা:


হার্ডডিস্কের কিছু সুবিধা নিচে আলোচনা করা হলো –

  • Hard disk Sequential Access ও Direct Access উভয় পদ্ধতিতে কাজ করে।
  • হার্ডডিস্কে প্রচুর তথ্য সংরক্ষণ করে রাখা যায়।
  • ইহা একটি দ্রুতগতিসম্পন্ন স্টোরেজ মাধ্যম।
  • হার্ড ডিস্ক এর নিরাপত্তা বেশি।

হার্ডডিস্কের অসুবিধা:


হার্ডডিস্কের কিছু অসুবিধা নিচে আলোচনা করা হলো –

  • হার্ড ডিস্কের দাম বেশি।
  • হার্ডডিস্ক নষ্ট হলে মেরামত করা যায় না।
  • হার্ডডিস্কে রাখা ফাইলের নিরাপত্তা তুলনামূলকভাবে কম।
  • ভাইরাসে আক্রান্ত হলে নস্ট হয়ে যায়।
  • ভারী বিধায় পরিবহনে অসুবিধা।