রাইবোজোম ও লাইসোজোম কাকে বলে? এদের মধ্যে পার্থক্য কি?

রাইবোজোম কাকে বলে?


রাইবোজোম (Ribosome) হচ্ছে জীব কোষে অবস্থিত রাইবোনিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত ক্ষুদ্র ক্ষুদ্র কণা। প্রাণী ও উদ্ভিদ উভয় প্রকার কোষেই এদের পাওয়া যায়। এটি প্রধানত আমিষ সংশ্লেষণে সাহায্য করে। কোথায় আমিষ সংশ্লেষণ হবে তার স্থান নির্ধারণ করা এর কাজ।

Ribosome

অন্যভাবে বললে বলা যায়, যে পর্দাবিহীন কোষীয় অঙ্গানুটি প্রধানত আমিষ সংশ্লেষণে সাহায্য করে এবং প্রোটিনের প্রয়োজনী উৎসেচক সরবরাহ করে তাকে রাইবোজম (Ribosome) বলে।

লাইসোজোম কাকে বলে?


লাইসোসোম বা লাইসোজোম (ইংরেজি:Lysosome) এক ধরনের কোষীয় অঙ্গাণু যা সাধারণত প্রাণী কোষে পাওয়া যায়। কোষের সাইটোপ্লাজমে দ্বি-স্তর বিশিষ্ট লিপো-প্রোটিন সম্বনয়ে গঠিত মেমব্রন বা ঝিল্লি দ্বারা আবৃত যে অঙ্গাণুটি নানাবিধ হাইড্রোলাইটিক এনজাইমের ধারক বা বাহক হিসেবে কাজ করে তাকে লাইসোজোম বলে।

Lysosome

অন্যভাবে বললে বলা যায়, জীব কোষের অভ্যন্তরে অবস্থিত যে অঙ্গানু জীব কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে এবং কোষীয় পরিপাকে সাহায্য করে তাদের লাইসোজোম বলা হয়।

রাইবোজোম ও লাইসোজোম এর মধ্যে পার্থক্য:


রাইবোজোম (Ribosome) লাইসোজোম (Lysosome)
১. রাইবোজোম বৃত্তাকার, ত্রিকোণ বা পঞ্চকোণবিশিষ্ট নিরেট কাঠামো বিশেষ। ১. লাইসোজোম দ্বিস্তরবিশিষ্ট আবরণী পর্দা দ্বারা আবদ্ধ ফাঁকা স্থানবিশেষ।
২. রাইবোজোম অনাবৃত, এতে কোন আবরণ নেই। ২. লাইসোজোম আবরণ দ্বারা আবৃত।
৩. রাইবোজোম আদিকোষ ও প্রকৃত কোষে পাওয়া যায়। ৩. লাইসোজোম শুধু প্রকৃত কোষে উপস্থিত।
৪. রাইবোজোমের গাঠনিক উপাদান হলো RNA ও প্রোটিন। ৪. লাইসোজোম লিপোপ্রোটিন ও এনজাইম দিয়ে গঠিত।
৫. রাইবোজোম প্রোটিন সংশ্লেষের স্থান হিসেবে কাজ করে। ৫. লাইসোজোম অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে।
৬. রাইবোজোম দুটি অসমান খন্ডে বিভক্ত। ৬. লাইসোজোম অখন্ডিত।
৭. রাইবোজোম প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় কোষেই পাওয়া যায়। এটি কোষের ঝিল্লি দ্বারা আবদ্ধ নয়। ৭. লাইসোজোম বিশেষত ইউক্যারিওটিক প্রাণী কোষে পাওয়া যায় এবং তারা একটি ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকে।
৮. রাইবোজোম লাইসোসোমের তুলনায় আকারে তুলনামূলকভাবে ছোট, এর আকার 20 থেকে 30 nm পর্যন্ত। ৮. লাইসোজোম রাইবোসোমের চেয়ে আকারে বড়, এর আকার 0.1 থেকে 1.2 মাইক্রোমিটার পর্যন্ত।
৯. রাইবোজোম mRNA-এর অনুবাদে সক্রিয়ভাবে জড়িত। ৯. লাইসোজোম অন্তঃকোষীয় হজমের সাথে জড়িত।
১০. রাইবোজোম একটি ম্যাক্রোমোলিকিউল। ১০. লাইসোজোম একটি কোষের অর্গানেল।
রেফারেন্স: