সৌরজগৎ ও পৃথিবী নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর।

১। প্রশ্ন : সৌরজগৎ কাকে বলে ?
উত্তর : সূর্য এবং সূর্যের চারপাশের অশংখ্য গ্রহ,উপগ্রহ এবং নক্ষত্রপুঞ্জ নিয়ে যে জগৎ গঠিত হয় তাকে সৌরজগৎ বলে।
২। প্রশ্ন : সৌরজগৎতের গ্রহ কয়টি ?
উত্তর : সৌরজগৎতের গ্রহ ৮টি।
৩। প্রশ্ন : সৌরজগৎতের গ্রহগুলো কি কি ?
উত্তর : বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।
৪। প্রশ্ন : সৌরজগৎতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি ?
উত্তর : সৌরজগৎতের সবচেয়ে ছোট গ্রহ বুধ।
৫। প্রশ্ন : সৌরজগৎতের সবচেয়ে বড় গ্রহ কোনটি ?
উত্তর : সৌরজগৎতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি।
৬। প্রশ্ন : সূর্য কি ?
উত্তর : সূর্য একটি বিশাল নক্ষত্র।
৭। প্রশ্ন : গ্রহ কাকে বলে ?
উত্তর : সূর্যের চারদিকে যেসকল বস্তুপিন্ড নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাকে গ্রহ বলে।
৮। প্রশ্ন : সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে ?
উত্তর : ৮ মিনিট ১৯ সেকেন্ড।
৯। প্রশ্ন : সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ বড় ?
উত্তর : সূর্য পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড়।
১০। প্রশ্ন : পৃথিবী কি ?
উত্তর : পৃথিবী একটি গ্রহ।
১১। প্রশ্ন : পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি ?
উত্তর : পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র।
১২। প্রশ্ন : পৃথিবীর পরিধি কত ?
উত্তর : পৃথিবীর পরিধি প্রায় ২৫ হাজার মাইল।
১৩। প্রশ্ন : পৃথিবীর বয়স কত ?
উত্তর : পৃথিবীর বয়স আনুমানিক ৫০০ কোটি বছর।
১৪। প্রশ্ন : পৃথিবীর কত ভাগ পানি এবং কত ভাগ মাটি ?
উত্তর : পৃথিবীর ৪ ভাগের ৩ ভাগ পানি এবং ১ ভাগ মাটি।
১৫। প্রশ্ন : পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত ?
উত্তর : পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ১৫ কোটি কিলোমিটার।
১৬। প্রশ্ন : পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এটা কে আবিষ্কার করেন ?
উত্তর : বিজ্ঞানী গ্যালিলিও।
১৭। প্রশ্ন : চাঁদ কি ?
উত্তর : চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ।
১৮। প্রশ্ন : উপগ্রহ কাকে বলে ?
উত্তর : গ্রহের চারদিকে যারা ঘুরে তাদেরকে উপগ্রহ বলে।
১৯। প্রশ্ন : আমরা যে গ্রহে বাস করি তার নাম কি ?
উত্তর : আমরা যে গ্রহে বাস করি তার নাম পৃথিবী।
২০। প্রশ্ন : আকাশ কি ?
উত্তর : পৃথিবীর বাইরে যে মহা শূন্যস্থান তাই আকাশ।
২১। প্রশ্ন : সৌরজগতের সবচেয়ে বিখ্যাত ধূমকেতুর নাম কি ?
উত্তর : সৌরজগতের সবচেয়ে বিখ্যাত ধূমকেতুর নাম হ্যালির ধূমকেতু।
২২। প্রশ্ন : হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায় ?
উত্তর : হ্যালির ধূমকেতু ৭৫ বছর পর পর দেখা যায়।
২৩। প্রশ্ন : পৃথিবীর কোথায় ৬ মাস দিন এবং বাকি ৬ মাস রাত হয় ?
উত্তর : উত্তর ও দক্ষিণ মেরুতে।
২৪। প্রশ্ন : পৃথিবীর আকার কীরুপ ?
উত্তর : পৃথিবী গোলাকার। তবে উত্তর ও দক্ষিণে কমলালেবুর মত কিছুটা চ্যাপ্টা।