রুবির বাগানের গল্প।

রুবির বাগান

—————————

রুবির একটি বাগান আছে। সেখানে নানা রকম ফুলের গাছ। একদিকে লাল গোলাপের সারি। আরেক দিকে হলুদ গাঁদার গাছ। তার পাশে আছে জবা ফুলের ঝোপ। জবার রং লাল।

বাগানের চারপাশে ঢোলকলমির গাছের বেড়া। তাতে বেগুনি ফুল ফোটে। বাগানের দরজার পাশে দুটি শিউলি গাছ। সাদা শিউলি ফুলের বোঁটা কমলা রঙের। গাছের তলায় সবুজ ঘাস। তার ওপর সাদা ফুল ঝরে পড়ে।

রুবির ভাই অমি। তারা বাগানে কাজ করে। পাশের পুকুর থেকে পানি আনে। দুজনে গাছে পানি দেয়। বাগানের পাশে মাঠ জুড়ে সরষে খেত। হলুদ ফুলে ভরা। ওরা উপরে তাকায়। সেখানে নীল আকাশ। পুব আকাশে সকালে সূর্য ওঠে। টকটকে লাল রঙের। তার আলো পড়ে ফুলে ফুলে। পুরো বাগান হেসে ওঠে।